তৃতীয় ধাপে বিনা ভোটে ৫৫ জন নির্বাচিত

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় রোববার ভোটগ্রহণ চলছে। বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক জোট নির্বাচনে অংশ না নেয়ায় প্রথম ও দ্বিতীয় ধাপের মতো উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপও অনেকটা একতরফা হচ্ছে। ফলে এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৫ জন নির্বাচিত হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ২৫টি জেলার ১২৭টি উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। অথচ ভোট হচ্ছে ১১৭টি উপজেলায়। বাকি ১০টি উপজেলার মধ্যে চট্টগ্রামের লোহাগড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। আর নরসিংদী সদর ও কক্সবাজার সদরে ৩১ মার্চ চতুর্থ ধাপের ভোটে নেয়া হবে। এছাড়া ৬টি উপজেলায় সব পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন ৩৩ জন, ভাইস চেয়ারম্যান ৯ জন ও নারী ভাইস চেয়ারম্যান ১৩ জন।

 

টাইমস/জিএস

 

Share this news on:

সর্বশেষ