টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর নাম জানালো আইসিসি

আর মাত্র ১৪ দিন পরই পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। এরই মধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তোড়জোড় শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের যৌথ আয়োজক দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

প্রথমবারের মতো ক্রিকেটের আন্তর্জাতিক কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে হবে হবে বিশ্বকাপের নির্ধারিত ম্যাচগুলো। ভেন্যু তিনটির নামও জানিয়ে দিয়েছে তারা। ডালাস, ফ্লোরিডা এবং নিউইয়র্কে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র পর্বের ম্যাচগুলো। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

বুধবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইসিসি জানায়, ডালাস, ফ্লোরিডা এবং নিউইয়র্ককে টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ভেন্যু শহর হিসেবে নির্বাচন করা হয়েছে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি প্রথমবারের মতো ইতিহাসের অংশ হতে যাচ্ছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপটি হবে গ্রুপ ও নকআউট পর্বে। যেখানে অংশ নিবে ২০টি দল। সর্বমোট ম্যাচ হবে ৫৫টি। ২০২৪ সালের ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বিশ্বকাপের সূচি।

বিশ্বকাপ উপলক্ষ্যে আইজেনহাওয়ার পার্কে একটি ৩৪ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়াম নির্মাণের জন্য চুক্তি করা হয়েছে। একই সঙ্গে নাসাউ কাউন্টি, গ্র্যান্ড প্রেইরি এবং ব্রোওয়ার্ড কাউন্টিতে বিদ্যমান ভেন্যুগুলোর আসন, মিডিয়াবক্স এবং অন্যান্য জায়গা সংস্কার ও আসন বৃদ্ধি করা হবে।

এই ব্যাপারে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেন ‘আমরা তিনটি মার্কিন ভেন্যু ঘোষণা করতে পেরে আনন্দিত, যেগুলো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হবে। আমরা বেশ কয়েকটি সম্ভাব্য ভেন্যু থেকে এই তিনটি বেছে নিয়েছি। যেখানে দর্শকরাও ম্যাচ উপভোগ করে আনন্দ পাবে।’

নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্লেকম্যান বলেন, ‘নাসাউ কাউন্টি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসরগুলোর মধ্যে একটি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসির সঙ্গে মিলে কাজ করতে আগ্রহী। এই আসরটি দিয়ে সারা বিশ্বের দর্শকরা আইজেনহাওয়ার পার্ক চিনবে।’

এদিকে ওয়াশিংটনের জর্জ মেসন ইউনিভার্সিটি, মেজর লিগ সকারের দল ওয়াশিংটন ফ্রিডমের নতুন স্টেডিয়াম সহ যুক্তরাষ্ট্রের আশেপাশের অন্যান্য মাঠগুলোকে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে।

Share this news on:

সর্বশেষ

৩টি ভারতীয় ঘাঁটিতে সংঘাতের খবর ‘ভিত্তিহীন’ দাবি পাকিস্তানের May 09, 2025
img
বিভিন্ন অজুহাতে সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইছে : ডা. জাহিদ May 09, 2025
img
পরিবেশ ঠান্ডা রাখতে এনসিপির সমাবেশে পানি ছিটাচ্ছে সিটি করপোরেশন May 09, 2025
img
ভারতীয়দের ভুয়া খবর না ছড়ানোর আহ্বান রোহিত শর্মার May 09, 2025
img
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের দায় কার? যা বললেন আসিফ নজরুল May 09, 2025
img
পাক-ভারত উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি May 09, 2025
img
শুরু হলো আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ, ছাত্র-জনতার ঢল May 09, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে: অন্তর্বর্তী সরকার May 09, 2025
img
সাবেক মেয়র আইভীকে নেওয়া হলো কাশিমপুর কারাগারে May 09, 2025
img
প্রকাশ্য মঞ্চে চুমু খেলেন গোবিন্দা, বাবার কাণ্ডে মুখ লুকাল মেয়ে May 09, 2025