শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক গ্রেপ্তার

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিন চাক্কার এক গাড়িকে ধাক্কা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে।

রোববার ভোরে শ্রীলঙ্কার বোরেল্লা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটান করণারত্নে।

জানা গেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় করুণারত্নের রেঞ্জ রোভার গাড়িটি একটি তিন চাকার গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির চালক আহত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় পুলিশ করুণারত্নকে গ্রেপ্তার করে।

পরে করুণারত্নে আদালতে জামিন আবেদন করলে এক সপ্তাহের জামিন মঞ্জুর করে আদালত। এক সপ্তাহ পর তাকে আদালতে উপস্থিত থাকতে হবে। মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগে তাকে জরিমানা করতে পারে আদালত।

আদালতের রায়ের পর করুণারত্নের বিষয়ে সিদ্ধান্ত নেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সম্ভবত নিষেধাজ্ঞা জুটতে পারে তার কপালে।
দিমুথ করুণারত্মের নেতৃত্বে কিছুদিন আগে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। গুঞ্জন চলছে, ইংল্যান্ডে তার নেতৃত্বেই বিশ্বকাপে লড়বে শ্রীলঙ্কা।

২০১৮ সাল থেকেই শৃঙ্খলা ভঙ্গজনিত সমস্যায় ভুগছে শ্রীলঙ্কান ক্রিকেট।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on: