সিরাজগঞ্জে একজন মুক্তিযোদ্ধার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের রডের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান সদর উপজেলা খোকশাবারড়ি ইউনিয়ন সংলগ্ন ডিয়ার পাঁচিল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ। সিরাজগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে নাইট গার্ডের দায়িত্ব পালন করতেন তিনি।
গত মঙ্গলবার (১২ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে। রাতে নাইট গার্ডের দায়িত্ব পালনরত অবস্থায়
সিরাজগঞ্জ সদর উপজেলা খোকশাবারড়ি ইউনিয়ন সংলগ্ন ডিয়ার পাঁচিল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ।
আহত মুক্তিযোদ্ধার জামাতা মজনু মিয়া জানান, সেদিন মধ্যরাতে কে বা কারা মার্কেটে ঢুকে তাকে ডিউটি রত অবস্থায় মাথায় রড দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। এ সময় তার সাথে থাকা মোবাইল ও টাকা-পয়সাও নিয়ে যায় দুর্বৃত্তরা। অজ্ঞাত দুর্বৃত্তদের পরিচয় জানা না গেলেও চুরি-ডাকাতির অভিযোগ তোলেন তার জামাতা মজনু মিয়া।
তিনি আরও বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সারারাত জ্ঞানহারা অবস্থায় পড়েছিলেন মুক্তিযোদ্ধা আবু সাঈদ । সকালে দোকানদাররা মার্কেট খোলার পর তাকে পড়ে থাকতে দেখলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। আহত আবু সাঈদের মেয়ে সাবিনা বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ এখন পর্যন্ত সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করেছে। আহত মুক্তিযোদ্ধা বর্তমানে সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।