রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজই বড় : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে, যারা ঘুরে ঘুরে সব দল করে। তাদের কথার মূল্য না থাকলেও ব্যাঙের ডাকের মতো গলার আওয়াজ বড়।

আজ শনিবার (১১ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। জেলার রেড ক্রিসেন্ট মাঠে রেড ক্রিসেন্টের চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক, বিডিআরসিএস ব্যবস্থাপনা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ও বিশ্ব রেড ক্রস, রেড ক্রিসেন্ট দিবসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় পররাষ্ট্রমন্ত্রী গণতন্ত্র মঞ্চ নেতা মাহমুদুর রহমান মান্নার ‘সরকারের ভিত নাই’ মন্তব্যের কড়া সমালোচনা করেন।

ড. হাছান মাহমুদ বলেন, “মাহমুদুর রহমান মান্না ভাইয়ের একটা বক্তব্য পত্রিকায় পড়লাম, টেলিভিশনে শুনলাম- ‘সরকারের নাকি একদম ভিত নাই’।

সরকারের ভিত আছে বলেই পরপর চারবার আমরা রাষ্ট্র ক্ষমতায়। তারা তো টেনে ফেলে দিতে চেয়েছিল। কিন্তু টান দিতে গিয়ে তারাই ধপাস করে পড়ে গেছে।”

‘ধপাস করে পড়ে গিয়ে তাদের কোমর ভেঙে গেছে। সে অবস্থা থেকে আস্তে আস্তে একটু দাঁড়ানোর চেষ্টা করছে। আর গতবছর ২৮ অক্টোবর তাদের কার আগে কে দৌড় দেয়, সেই প্রতিযোগিতা আমরা দেখেছি নয়াপল্টনে।’

মান্না ভাইসহ আরও কিছু ব্যক্তি বিশেষ আছে, যাদের নিজের দলের ভিত্তি নেই, ঘুরে ঘুরে দল করে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মান্না ভাই মাশাআল্লাহ এ পর্যন্ত মাত্র সাতটি দল বদল করেছেন। কিছুদিন জাসদ, তারপর বাসদ, বাসদ ভেঙে এখন গণতন্ত্র মঞ্চ। সেটি ভেঙে কখন আবার পালিয়ে যান, বলা যায় না। রাজনীতিতে তারা পরিত্যক্ত ব্যক্তিবিশেষ। এদের কথার কোনো মূল্য নেই।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের দল ছোট, তারা যখন সমাবেশ করে তাদের মানুষ থাকে ২০ থেকে ৩০ জন, সাংবাদিক থাকে ৫০ জন, এই নিয়ে তাদের সমাবেশ হয়। কিন্তু গলা অনেক বড়। শুধু তাই নয়, এদের একজন ঢাকা সিটি করপোরেশনে ভোটে দাঁড়িয়েছিল। দুই হাজার ভোটও পায় নাই। কিন্তু আওয়াজ অনেক বড়। আবার টেলিভিশনে দেখা যায় ভলিউমও তাদের একটু বড় থাকে।’

‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, পুরো পৃথিবী আজকে সেটির প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলর, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্টসহ পুরো পৃথিবী বাংলাদেশের প্রশংসা করে। কিন্তু বিএনপিসহ তাদের মিত্ররা প্রশংসা করতে পারে না। আমাদের রাজনীতিতে প্রত্যাখ্যান আর সংঘাতের সংস্কৃতি না থাকলে দেশ আরও বহুদূর এগিয়ে যেতে পারত।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের পর ৮০টা দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে বলেছেন, আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। এতে রাজনীতির ব্যাঙদের মাথা খারাপ হয়ে গেছে। এ জন্য তারা ব্যাঙের মত বেশি বেশি লাফাচ্ছে।

হাছান মাহমুদ বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি দেশ বিনির্মাণে, যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতের পথচলায় আমাদের দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর ক্ষেত্রে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্যসেবা এবং মানবসেবা অনেক অবদান রাখবে।

স্কুলজীবনে নিজেও জুনিয়র রেড ক্রসের সদস্য ছিলেন উল্লখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জীবনে বহুপথ পাড়ি দিয়ে বহু প্রবিন্ধকতাকে ডিঙ্গিয়ে আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে রেড ক্রিসেন্ট ও স্কাউটিং আমার জীবনে বড় ভূমিকা পালন করেছে।’

Share this news on:

সর্বশেষ

img
ফের মুম্বাই বিমানবন্দরে মুখোমুখি দুই প্রাক্তন! Oct 04, 2025
img
বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় নারী ফিফা রেফারি তহুরা Oct 04, 2025
img
অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত, নতুন অধিনায়ক গিল Oct 04, 2025
img
সাতক্ষীরায় কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা, সব কার্যক্রম বন্ধ Oct 04, 2025
img
পিআরের দাবি জানানো অনেকেই আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে : সালাহউদ্দিন Oct 04, 2025
img
ইতিহাসে প্রথমবার, এক ওভারের ৬ বলেই বাউন্ডারি Oct 04, 2025
img
আমি আমার মেয়েদের সঙ্গে আরও বেশি দিন বাঁচতে চাই: তিন্নি Oct 04, 2025
img
আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির খুব সন্নিকটে : ট্রাম্প Oct 04, 2025
img
ভারতকে ট্রফি না দিয়ে গোল্ড মেডেল পাচ্ছেন নাকভি Oct 04, 2025
img
জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায় খেলাফত মজলিস Oct 04, 2025
img
নিজ এলাকার মানুষের জন্য মানবতার দৃষ্টান্ত হয়ে উঠলেন শরিফুল Oct 04, 2025
img
আমরা চাই যিনি নামাজের ইমাম, তিনি হবেন সমাজেরও ইমাম: জামায়াত আমির Oct 04, 2025
img
অবরোধ প্রত্যাহারের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক Oct 04, 2025
img
১৪৮ বছরের ইতিহাসে প্রথমবার রেকর্ড গড়লেন লোকেশ রাহুল Oct 04, 2025
img
সাবেক এমপি গিনির মৃত্যুর খবর গুজব : কারা অধিদপ্তর Oct 04, 2025
img
প্রশাসনে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে: রিজভী Oct 04, 2025
img
অভিনয়ে আর ফিরবেন না হাসান মাসুদ! Oct 04, 2025
img
প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান! Oct 04, 2025
img
তামিল থ্রিলারে ফিরছেন জনপ্রিয় অভিনেতা বিষ্ণু বিশাল! Oct 04, 2025
img
ব্যাংক কর্মকর্তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ Oct 04, 2025