বৃহস্পতিবার দুদকে যাচ্ছেন না বেনজীর আহমেদ

জিজ্ঞাসাবাদ এড়াতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বুধবার (৫ জুন) তার পক্ষে আইনজীবী সময় চেয়ে এ আবেদন করেন বলে দুদক কমিশনার জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেনজীর আহমেদ ১৫ দিনের সময় চেয়ে আবেদন করেছেন। ফলে বৃহস্পতিবার (৬ জুন) তিনি দুদকে আসছেন না।

এর আগে মঙ্গলবার (৪ জুন) দুদক কমিশনার জহরুল হক জানান, বেনজীর আহমেদ ৬ জুন না এলে, দুর্নীতি দমন কমিশন (দুদক) ধরে নেবে তার কোনো বক্তব্য নেই। তবে তিনি চাইলে অনুসন্ধান কর্মকর্তা ১৫ দিন সময় দিতে পারবে।

গত ৬ মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন, সেই টাকা কোথায় নিয়েছে সে বিষয়ে খোঁজ চলছে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারবেন বলে জানিয়েছেন দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

প্রসঙ্গত, গত ২৬ মে বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজীর ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ারসহ ১১৯টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

ক্রোকের নির্দেশ পাওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ১১৯টি দলিল। যার মধ্যে ঢাকায় ৪টি ফ্ল্যাট। এর মধ্যে ২০৪২ স্কয়ার ফিট ২টি এবং ২০৫৩ স্কয়ার ফিট ২টি। ৪টি নিজ নামীয় কোম্পানি, ৪টি বিও অ্যাকাউন্ট। ১৫টি আংশিক মালিকানাধীন কোম্পানির শেয়ার।

গত ২৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গত ৩১ মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যমে তার (বেনজীর) বিষয়ে একই ধরনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সব প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক কার্যক্রম শুরু করেছে।

এদিকে বারবার ঠিকানা বদলাচ্ছেন দেশান্তরী বেনজীর আহমেদ। সূত্রমতে বর্তমানে তিনি তুরস্কে। ৬ জুনের আগে দেশে ফেরার সম্ভাবনা নেই। তাই দুদকের তলবে তার হাজিরা নিয়ে রয়েছে সংশয়। এদিকে বান্দরবানে মিলেছে বেনজীরের আরও ১০০ একর জমির সন্ধান। যেখানে গরুর খামার ও মাছের চাষ করতেন তিনি।

দেশ ছেড়ে পালিয়েছেন এই তথ্য প্রায় নিশ্চিত। কেউ বলছেন দুবাই, কারও মতে তিনি সিঙ্গাপুর। নতুন করে বাজারে চাউর হয়েছে এক সময় শিনা টান করে চলা বেনজীরের এখন নতুন আস্তানা তুরস্কে।

একাধিক আইন শৃঙ্খলাবাহিনীর তথ্য বলছেন, তুরস্কের যে বাসায় অবস্থান করছেন বেনজীর তা তার পুরোনো বন্ধুর। যিনি পুলিশের ঠিকাদারি কাজ করতেন আইজিপি থাকা অবস্থায়। তবে তার অবস্থান নিয়ে কোনো তথ্যই নেই তার আইনজীবীর কাছে।

দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আমি মনে করি যেহেতু বিষয়টি এখন দুদকের অনুসন্ধান চলছে। সবচেয়ে ভোলো হয় ভুক্তভোগী দুদকে দরখাস্ত দিলে। এছাড়া কারও থেকে যদি টাকা নিয়ে থাকে তাহলে টাকা উদ্ধারের জন্য তো অন্য পথ অবলম্বন করতে হবে, সিভিল মামলা করতে হবে। অ্যাকাউন্ডগুলোর ওপর পরীক্ষা নিরীক্ষা চলছে। 

Share this news on:

সর্বশেষ

img
মাঠ থেকে জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরলেন উচ্ছ্বসিত তামিম Jul 23, 2025
img
রাশমিকার নতুন পরিচয়, লঞ্চ করলেন নিজের পারফিউম ব্র্যান্ড ‘ডিয়ার ডায়রি’ Jul 23, 2025
img
প্রকাশিত হলো ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ এর পোস্টার, ভেসে উঠলো আগুনে ঘেরা পানডোরা Jul 23, 2025
ভারতীয় আকাশ থেকে মিগ-২১ বিদায়, আসছে দেশীয় তেজস Jul 23, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় চিকিৎসাধীন প্রাণ হারাল আরও একজন, প্রাণহানি বেড়ে ৩২ Jul 23, 2025
৪ দল এক টেবিলে! জা/মা/য়াত যা বলল প্রধান উপদেষ্টাকে Jul 23, 2025
প্রধান উপদেষ্টার ডাকে ৪ দল এক টেবিলে! যা বললেন আসিফ নজরুল Jul 23, 2025
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত : ভেতরে যা ছিল, দেখে স্তম্ভিত সবাই! Jul 23, 2025
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতে- র সংখ্যা বেড়ে ৩১, সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনছে সরকার Jul 23, 2025
img
৬ মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ, নিখোঁজদের পরিবারকে নমুনা দেয়ার অনুরোধ Jul 23, 2025
বাংলাদেশের সিরিজ জয়ে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের বিখ্যাত জলিল চাচা Jul 23, 2025
img
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে : প্রধান উপদেষ্টা Jul 23, 2025
আমার নয়, সব কৃতিত্ব প্লেয়ারদের; মাইলস্টোনের বাচ্চাদের জন্য মন কাঁদছে; বুলবুল Jul 23, 2025
img
সাগরে ৪ দিন ধরে ভাসতে থাকা ১৮ জেলে উদ্ধার Jul 23, 2025
img
লিটনের নেতৃত্বে টানা দুই ইতিহাস, রেকর্ড হলো আরও Jul 23, 2025
img
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট র‍্যাংকিং এ পিছিয়ে গেল যুক্তরাষ্ট্র Jul 23, 2025
img
এই উইকেটে ১৫০-১৬০ রান করা সম্ভব ছিল : জাকের Jul 23, 2025
img
বিপিএলে এর চেয়ে ভালো উইকেটে খেলেছি: ফাহিম আশরাফ Jul 23, 2025
img
ম্যাচ জেতানো ইনিংস ছাড়া আমি কাউন্ট করি না : জাকের Jul 23, 2025
img
সিরিজ বাড়ানো নিয়ে নাকভির সঙ্গে কথা বলবেন বুলবুল Jul 23, 2025