বাংলাদেশ-ভারতের ১০ সমঝোতা স্মারক ও চুক্তি সই

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ শনিবার (২২ জুন) দিল্লির হায়দরাবাদ হাউসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়।

চুক্তিগুলোর মধ্যে বাংলাদেশ-ভারতের মধ্যে ডিজিটাল অংশীদারিত্বের জন্য একটি যৌথ ভিশন অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ডিজিটাল সহযোগিতায় পারস্পরিক অঙ্গীকার ব্যক্ত করে চুক্তি স্বাক্ষর করেন।



এ ছাড়া ভারত-বাংলাদেশ গ্রিন অংশীদারিত্বের অংশ হিসেবে পরিবেশগত উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। দুদেশের মধ্যে মেরিটাইম কো-অপারেশন ও ব্লু ইকোনমিতে একটি সমঝোতা স্মারক বিনিময় করা হয়েছে। এতে উভয় দেশ সমুদ্র নিরাপত্তা, সহযোগিতা ও ব্লু ইকোনমি খাতে সুযোগ অন্বেষণে সম্পর্ক জোরদার করবে।

স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে, যা দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবায় চলমান সহযোগিতাকে প্রতিফলিত করে। এ ছাড়াও ভারতের ইন-স্পেস এবং বাংলাদেশের আইসিটি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক করা হয়েছে, যা মহাকাশ প্রযুক্তি এবং স্যাটেলাইট যোগাযোগে সহযোগিতা বৃদ্ধি করবে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সিইও শাহজাহান মাহমুদ ও ভারতের মহাকাশ বিভাগের সচিব এস সোমনাথ এ সমঝোতা স্বাক্ষর করেন।

ভারতের রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক বিনিময় হয়েছে। রেলওয়ে সংযোগ বৃদ্ধি এবং নির্বিঘ্ন আন্তসীমান্ত পরিবহণ সুবিধার লক্ষ্যে রেল সচিব মো. হুমায়ুন কবির এবং ভারতের রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন জয়া সিনহা এ সমঝোতা স্মারক সই করেন।

সমুদ্র বিজ্ঞানে যৌথ গবেষণা ও অন্বেষণকে উন্নত করতে এবং ওশানোগ্রাফিতে সহযোগিতার জন্য আরেকটি সমঝোতা স্মারক বিনিময় করা হয়। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এতে স্বাক্ষর করেন।

এনডিএমএ (জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ) এবং বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। এর মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনার কৌশল ও দুর্যোগ মোকাবিলার প্রচেষ্টা জোরদার করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে মৎস্য চাষে সহযোগিতার জন্য এমওইউ নবায়ন করা হয়েছে। এতে দুই দেশ টেকসই মৎস্য ব্যবস্থাপনা এবং মৎস্য চাষে যৌথ প্রচেষ্টা চালিয়ে যাবে।

ডিএসএসসি (ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ) ওয়েলিংটন ও ডিএসসিএসসি (ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ) মিরপুরের মধ্যে একটি সমঝোতা স্মারকও বিনিময় করা হয়েছে। এতে প্রতিরক্ষা ক্ষেত্রে সামরিক শিক্ষা এবং কৌশলগত অধ্যয়নে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করবে বাংলাদেশ ও ভারত।

এর আগে নয়াদিল্লি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এদিন হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। তিনি মোদি তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর ভারতে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে প্রথম বিদেশি অতিথি।

Share this news on:

সর্বশেষ

img
বর্তমান সরকারের ২ বছর থাকা দরকার: নুর Sep 28, 2024
img
হাসান নাসরুল্লাহ নিহত, নিশ্চিত করল হিজবুল্লাহ Sep 28, 2024
img
ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০ Sep 28, 2024
img
নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে প্রশিক্ষণ, দেশজুড়ে সচেতন করবে তরুণরা Sep 28, 2024
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৫৮১: স্বাস্থ্য উপকমিটি Sep 28, 2024
img
কেউ উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন: আসিফ নজরুল Sep 28, 2024
img
বৃষ্টিতে পরিত্যক্ত কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা Sep 28, 2024
img
রাজধানীর গুলশানে ২ জনের মরদেহ উদ্ধার Sep 28, 2024
img
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের Sep 28, 2024
img
আজ রাতে ইন্টারনেট সেবা ৪ ঘণ্টা বিঘ্ন হতে পারে Sep 28, 2024