ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ও সাম্প্রতিক ঘটনাবলি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা আশা করছি খুব শিগগির এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জয়সোয়াল এসব মন্তব্য করেন।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন এখানে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও অন্যদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মুখপাত্র বলেন, এখন পর্যন্ত ৬ হাজার ৭০০–এর বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রভূত সাহায্য ও সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।