৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৯ জুলাই) পিএসসির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিএসসির সভা সূত্র জানায়, সোমবার অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত শেষে আগামীকাল মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
এর আগে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
এদিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হতে পারে বলে জানা গেছে। আগামী ২৮ আগস্ট শুরু হওয়ার কথা ছিল এই পরীক্ষা। সোমবার এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত আসতে পারে বলে পিএসসির একাধিক সূত্র জানিয়েছে।