টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন আই ফোর

দেশের বাজারে টেকনো মোবাইল নিয়ে এলো ৬.২ ইঞ্চি পরিসরের ডট-নচ ডিসপ্লের ক্যামন সিরিজের নতুন স্মার্টফোন ক্যামন আই ফোর। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে স্বল্প ব্যবধানে স্মার্টফোনে নতুন নতুন প্রযুক্তির সংযুক্তি ঘটিয়ে প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের প্রভাব বজায় রাখাতেই টেকনোর এই নতুন প্রযুক্তির ক্যামন আই ফোর স্মার্টফোন। অবশ্য মার্চ মাস জুড়েই টেকনো তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই মডেল নিয়ে আভাষ দিয়েছিল।

মূল আকর্ষণ হিসেবে থাকছে এআই ট্রিপল রিয়ার ক্যামেরা আর ফ্রন্টে ফ্ল্যাশযুক্ত ১৬ মেগাপিক্সেল এআই ক্যামেরা। রিয়ার ক্যামেরার তিনটির মধ্যে মাঝের মূলটিতে থাকছে ১৩ মেগাপিক্সেল লো-লাইট ক্যামেরা, নিচে আলট্রা-ওয়াইড ৮ মেগাপিক্সেলের ও উপরেরটিতে ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা।

পাশাপাশি সারাদিন ভাবনাহীন ব্যবহারের জন্য আছে শক্তিশালী ৩৫০০ মিলিএম্পিয়ারের ব্যাটারি। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রমের ভেরিয়েন্টের বাজারদর ধরা হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা আর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের ভেরিয়েন্টের ১৭ হাজার ৯৯০ টাকা।

 

টাইমস/এএস/এসআই

Share this news on: