বঙ্গভবনে শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের তিন মাসের মাথায় বেড়েছে উপদেষ্টা পরিষদের আকার। নতুন ৫ জনের কথা থাকলেও উপদেষ্টা হিসেবে তিনজন আজ শপথ নিয়েছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিয়েছেন তারা। নতুনদের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। 

শপথ নেয়া তিন উপদেষ্টা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এর আগে রোববার (১০ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে তিনজন যুক্ত হচ্ছেন। 

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে ২৪ জন হবে।

Share this news on: