বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ইউনূস সরকারের পরিকল্পনায় যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন

ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা আনতে ড. ইউনূস সরকার যে কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। 

রোববার (১৭ নভেম্বর) রাজধানী ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আগামী নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা উচিত নয় কী, একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিশ্চয়ই, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে উত্তরণের পরবর্তী ধাপে পৌঁছতে ড. ইউনূস একটি কর্মপরিকল্পনা নেবেন যুক্তরাজ্য তা আশা করে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ১০ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করেন তিনি।

Share this news on: