সাবেক বিচারপতি মানিক মারা গেছেন, এমন খবর সোশ্যাল মিডিয়াতে চাওর হতে থাকে ২৭ জানুয়ারি দুপুর থেকে। তার মৃত্যুর খবর জানিয়ে একাধিক আইডি থেকে করা হয় পোস্ট। তবে কারাগারে আটক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছে কারা কতৃপক্ষ।
সোমবার (২৭ জানুয়ারি) কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, শামসু্দ্দিন চৌধুরীর মৃত্যুর তথ্য সত্য নয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুস্থ আছেন। তিনি বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডিভিশন পেয়েছেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
একই তথ্য জানিয়েছে ফ্যাক্টচেকার প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। তারা অনুসন্ধান করে জানিয়েছে, কারাগারে বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি সত্য নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। সাধারণত, সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরীর মতো আলোচিত ব্যক্তিত্ব মৃত্যুবরণ করলা তা গণমাধ্যমে প্রকাশিত হতো। তবে নির্ভরযোগ্য কোনো উৎসে এমন তথ্য পাওয়া না যাওয়ায় প্রচারিত দাবিটি ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির হাতে আটক হন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে কারাগারে বন্দী আছেন তিনি।
টিএ/