যারা দেশের জন্য জীবন দেন তাদের ইতিহাসটা গৌরবের : জামায়াতের আমির

যারা দেশের জন্য জীবন দেন তাদের ইতিহাসটা গৌরবের, বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই ২০২৪ বিল্পবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের, কিছু হয় বিষাদের, আর কিছু হয় গৌরবের। বিশেষত যারা দেশের জন্য জীবন দেন, অতীতেও দিয়েছেন, ‘৪৭ সালে, ৫২’র ভাষা আন্দোলন ও ৭১-এ এবং সর্বশেষ ’২৪-এর জুলাইয়ে। তাদের ইতিহাসটা গৌরবের।

জামায়াত আমির আরও বলেন, একটা দায়িত্বশীল দল হিসেবে জামায়াতে ইসলামীর কিছু করণীয় আছে বলে আমরা মনে করি। ২৪ এর আন্দোলনে আমরাও শহীদ ছিলাম। আন্দোলনের মাধ্যমে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে, সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দলটিও একইভাবে মুক্তি পেয়েছে। সুতরাং এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা আদায় করা প্রয়োজন। আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি, তাদের প্রতি সম্মান দিতে ও তাদের থেকে দোয়া নিতে। কারণ তারা সৌভাগ্যবান, তাদের পরিবার দেশের জন্য জীবন দিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, আজ যে গণমাধ্যমগুলো এখানে এসেছে তারাও কিন্তু ফ্যাসিবাদের থাবা থেকে মুক্ত ছিলেন না। সেসময় তাদেরকেও জীবন দিতে হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে। বিদেশে বসে যারা বাক এবং কলমযুদ্ধ চালিয়েছিলেন, দেশের মাটিতে তাদের পরিবারকে হেনস্তা করা হয়েছে, জেলে পুরে দেওয়া হয়েছে। এমনকি নারীদেরকেও ছাড় দেওয়া হয়নি। তাদের রুচি যে কতো নিম্নস্তরের ছিল, এসব কর্মকাণ্ড থেকেই তা বোঝা যায়। যারা নিজেদের জীবনটা বিলিয়ে দিয়ে আমাদের আজকের এই পরিবেশটি উপহার ছিল, তাদের প্রতি আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
ড্যাপ ও ইমরাত বিধিমালা সংশোধনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত Feb 05, 2025
সংস্কার শেষ করে নির্বাচন দেব এই বক্তব্য সঠিক নয় : সালাহ উদ্দিন Feb 05, 2025
বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা আ.লীগের প্ল্যাটফর্ম! Feb 05, 2025
এ বছরের জুন অথবা পরের বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, যা জানালেন প্রেস সচিব Feb 05, 2025
দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ সংস্কার কমিশনের Feb 05, 2025
পুলিশকে রাজনৈতিক দলগুলোর ব্যবহারের কারণে তদন্ত কলুষিত হয় অতীতে : প্রেস সচিব Feb 05, 2025
দেশকে চারটি প্রদেশে ভাগ, আরো দুই বিভাগের সুপারিশ সংস্কার কমিশনের Feb 05, 2025
১০০টির বেশি সুপারিশসহ প্রতিবেদন জমা দিলো জনপ্রশাসন সংস্কার কমিশন Feb 05, 2025
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো জনপ্রশাসন সংস্কার কমিশন Feb 05, 2025
আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে Feb 05, 2025