দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যে সব রেকর্ড গড়লো পাকিস্তান

সাড়ে তিনশ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে এর আগে কখনো জিততে পারেনি পাকিস্তান। তাই স্বাভাবিকভাবেই গতকাল ব্যাটিংয়ে নামার সময় কিছুটা হলেও মানসিক চাপে ছিল তাড়া। আর একশ রানের আগেই তিন উইকেট হারিয়ে অনেকটাই ম্যাচ থেকে দূরে সরে যায়। তবে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমানের দুর্দান্ত ব্যাটিংয়ে জিতেছে পাকিস্তান।

৩৫৩ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু এনে দেন ফখর জামান। তার ২৮ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯১ রান তোলে পাকিস্তান। এর পরপরই বাবর আজমও ফেরেন। তাতে একশর আগেই ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা।

তবে চতুর্থ উইকেট জুটিতে রীতিমতো অসাধ্য সাধন করেছে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। তারা ২৬০ রানের জুটি গড়েছেন। যা পাকিস্তানের হয়ে ওয়ানডেতে যে কোনো উইকেটেই তৃতীয় সর্বোচ্চ। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। ১২২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। আর ১০৩ বলে ১৩৪ রান করেন সালমান।

এমন জয়ের পর সৃষ্টিকর্তাকে স্বরণ করেন রিজওয়ান। তিনি বলেন, 'আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে। আমরা তাদের ৩২০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম। তবে ক্লাসেন (৮৭ রান) সেটা সাড়ে তিন শতে নিয়ে গেল। ম্যাচের বিরতিতে খুশদিল শাহ বলছিল, এ রকম রান আমরা আগেও তাড়া করেছি। কেউ কেউ বলল ৩৪০ রানও তাড়া করেছি আমরা।'

ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে বলে মনে করেন রিজওয়ান। তিনি বলেন, 'আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করা দরকার। আশা করি, সেটা আমরা পারব। কারণ, চ্যাম্পিয়নস দলগুলো এভাবেই খেলে।

Share this news on:

সর্বশেষ

img
ইসলামিক দেশগুলোয় ১ মার্চই শুরু হতে পারে রমজান Feb 13, 2025
img
রবিবার মহাসমাবেশের ঘোষণা দিলেন প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীরা Feb 13, 2025
img
এ বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা Feb 13, 2025
img
সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ ভাড়া ঘোষণা Feb 13, 2025
img
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা Feb 13, 2025
img
বিশ্বমঞ্চে সহ-অধিনায়কের ভূমিকায় মিরাজ Feb 13, 2025
img
মার্কিন গোয়েন্দা দপ্তর এখন তুলসী গ্যাবার্ডের অধীনে Feb 13, 2025
img
ড. ইউনূসের কাছ থেকে শিক্ষা নিই: আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী Feb 13, 2025
img
শিকল নয়, মানবিক হতে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করবেন মোদি Feb 13, 2025
img
সুস্বাস্থ্য রক্ষায় খালি পেটে দৌড়ান Feb 13, 2025