রবিবার মহাসমাবেশের ঘোষণা দিলেন প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া শিক্ষকদের নিয়োগ বাতিলের প্রতিবাদে রবিবার মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন নিয়োগ প্রত্যাশীরা। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তারা জানান, আগামী দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে এবং এরপর রবিবার বড় পরিসরে মহাসমাবেশ করা হবে। তবে সমাবেশের স্থান এখনও নির্ধারিত হয়নি।

সংবাদ সম্মেলনে জান্নাতুন নাঈম সুইটি, সামিয়া আক্তার ও নওরীন আক্তার বলেন, “আমাদের অধিকার না দিলে আত্মহত্যা করবো, তবু অন্যায় মেনে নেব না।” শিক্ষকরা অভিযোগ করেন, “আমরা নিয়োগপত্র পেয়েছি, ডোপ টেস্টও হয়েছে। যারা চাকরি পাননি, তারা আদালতে রিট করেছেন। অথচ আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে।” তারা আরও বলেন, “পুলিশ যেসব শিক্ষককে আটক করেছে, তাদের এক ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হবে। রবিবারের মধ্যে অবৈধ রায় বাতিল করে আমাদের যোগদান নিশ্চিত করতে হবে।”

দাবি আদায়ে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষকরা। এতে সায়েন্স ল্যাব থেকে মৎস্যভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। এ ঘটনায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। আগামী রবিবারের মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

Share this news on: