সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগাং কিংসের হোস্ট হিসেবে কাজ করা কানাডিয়ান মডেল ইয়েশা সাগর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলেছিলেন।
আসরের মাঝপথেই বাংলাদেশ ছেড়ে যাওয়া এই মডেল নিরাপত্তাজনিত উদ্বেগ এবং চুক্তির অর্থ না পাওয়ার অভিযোগ করেন। এবার তার অভিযোগের জবাব দিয়েছে চিটাগাং কিংস।
বুধবার (১২ জানুয়ারি) চিটাগাং কিংস এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন ইয়েশা সাগরের অপেশাদার আচরণে আমরা হতাশ এবং এর প্রতিবাদ জানাচ্ছি। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের অনুমতি ছাড়াই তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন, যা তার চুক্তির লঙ্ঘন।
চিটাগাং কিংস জানায়, ইয়েশা যদি সত্যিই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতেন, তাহলে তিনি এক মাসেরও বেশি সময় বাংলাদেশে অবস্থান করতেন না এবং বিপিএলের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতেন না। ফ্র্যাঞ্চাইজির দাবি, চুক্তি ভঙ্গ করে ভারতীয় লিজেন্ডস-৯০ টুর্নামেন্টে যোগ দেয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল ইয়েশার।
বিবৃতিতে বলা হয়, ইয়েশা ১৯ জানুয়ারী চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির কাছে তার পাসপোর্ট জমা দেন। উল্লেখ্য, ২৪ এবং ২৫ জানুয়ারী ছিল সরকারি ছুটির দিন। ২৪ জানুয়ারী দল ঢাকায় পৌঁছে তার ভিসার কার্যক্রম শুরু করে। সরকারি ছুটি এবং প্রয়োজনীয় সময় বিবেচনায় ২৮ জানুয়ারী তার পাসপোর্ট ফেরত চাওয়া অযৌক্তিক ছিল।