পাঁচদিন পর পর্দা উঠতে চলেছে ‘হাইব্রিড’ মডেলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। আসরের দ্বিতীয় দিনে ভারতের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।
অন্য সব আইসিসি টুর্নামেন্ট থেকে এবার অবশ্য প্রস্তুতি ম্যাচে থাকছে কিছুটা ভিন্নতা। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্বাগতিক পাকিস্তান প্রস্তুতি ম্যাচ খেলবে না। তবে বাংলাদেশসহ সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও নিউজিল্যান্ড খেলবে প্রস্তুতি ম্যাচ। পিসিবির পক্ষ থেকে পাকিস্তান শাহিন্স নামের তিনটি ভিন্ন দল গঠন করা হয়েছে এই ম্যাচগুলোর জন্য। সবাই একটি করে ম্যাচ খেললেও আফগানরা খেলবে দুম্যাচ। সব ম্যাচই হবে দিবারাত্রির।
১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্টটি। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।