৮ বছর পর নাফ নদীতে মাছ ধরার সুযোগ পেলেন জেলেরা

দীর্ঘ আট বছরের নিষেধাজ্ঞার পর অবশেষে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার অনুমতি পেলেন স্থানীয় জেলেরা। একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কর্তৃক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, যা এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এ সিদ্ধান্তে খুশি দীর্ঘ সময় ধরে এই নদী থেকে মাছ আহরণ করতে না পারা জেলেরা।

গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশনায় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে জেলেরা মাছ ধরা শুরু করতে পারবেন।

টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, ‘সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নাফ নদীতে জেলেদের মাছ শিকার করতে খুলে দেয়া হয়েছে। আপাততে তিন মাসের জন্য নাফ নদীতে মাছ ধরতে অনুমতি দেয়া হয়েছে।’ এ বিষয়ে বিজিবি ও কোস্ট গার্ডসহ সংশ্লিষ্টদেরও চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, হাইকোর্ট টেকনাফের নাফ নদীতে জেলেদের বৈধভাবে মাছ ধরা কার্যক্রম চালুর জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেয়। মাদকের পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে ২০১৭ সাল থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত লাগোয়া নাফ নদীর বাংলাদেশ অংশে জেলেদের মাছ শিকার বন্ধ ছিল।

আট বছর পর নাফ নদীতে জেলেদের নামার অনুমতি দেয়া হলেও তাতে কয়েকটি শর্তও দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ সীমানায় অভ্যন্তরে নাফ নদীতে শাহপরীর দ্বীপ হতে টেকনাফ জেটিঘাট পর্যন্ত মাছ ধরতে পারবে। জেলেরা মাছ ধরতে যাওয়ার সময় বিজিবির পাঁচটি নির্ধারিত পোস্টে টোকেন/পরিচয়পত্র দেখাবে এবং মাছ ধরা শেষে ফেরত আসার পর বিজিবির পোস্টে তল্লাশি করার ব্যাপারে বিজিবি সদস্যকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। কোনো জেলে চেকপোস্টে না জানিয়ে মাছ ধরতে পারবে না।

কোনোক্রমে বাংলাদেশের সীমানা অতিক্রম করতে পারবে না। মৎস্য অধিদপ্তরের হালনাগাদ নিবন্ধিত জেলেদের তালিকা বিজিবি, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করা যেতে পারে। যাতে কোনোক্রমে নিবন্ধিত জেলে ব্যতীত কেউ নাফ নদীতে মাছ ধরতে না পারে। এ অনুমোদন সাময়িক। তিন মাস পর সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করে এ অনুমতি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


প্রায় ৮ বছর পর নাফনদীতে মাছ আহরণের সুযোগ পেয়ে মহাখুশি জেলে সম্প্রদায়। এনিয়ে জেলেদের ঘরে ঘরে চলছে আনন্দ উৎসব। জেলে শফিক আহমেদ জানান, দীর্ঘদিন পর মাছ শিকার করতে পারব বলে অসাধারণ ভাল লাগছে। আমার মতো আরও শতশত জেলেদের ঘরে ঈদ আনন্দ উপভোগ করছেন। দীর্ঘদিন পর আমাদের মাছ ধরার সুযোগ তৈরি করে দেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদীতে মাছ ধরার অনুমতি পত্রটি হাতে পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয়ে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ২০১৭ সালের এপ্রিল মাসে নাফ নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দীর্ঘ প্রায় সাত বছর ৯ মাস পরে জেলেরা নাফ নদীতে মাছ ধরতে পারবেন।

Share this news on:

সর্বশেষ

img
নিউজিল্যান্ডকে দেখে অনুপ্রাণিত হয়ে ভারত বধের আশায় ড্যারেন স্যামি Sep 20, 2025
img
আইন-শৃঙ্খলা ও শিল্পের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়নি : আনোয়ার-উল আলম চৌধুরী Sep 20, 2025
img
সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ড. ইফতেখারুজ্জামান Sep 20, 2025
img
এই সরকার অবশ্যই বৈধ তবে ১০৬ অনুচ্ছেদের কারণে নয় : শিশির মনির Sep 20, 2025
img
এনসিপি হারিয়ে যায়নি বরং দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম Sep 20, 2025
img
উইকেটের সেঞ্চুরি হাতিয়ে নিলেন ভারতের প্রথম বোলার আর্শদীপ Sep 20, 2025
img
এইচ-ওয়ান বি ভিসার ফি ১ হাজার ৫০০ থেকে ১ লাখ ডলার করলেন ট্রাম্প Sep 20, 2025
img
মাথায় আঘাত অক্ষর প্যাটেলের, অনিশ্চিত পরের ম্যাচে Sep 20, 2025
img
রাত সাড়ে ৮টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ Sep 20, 2025
img
কমিশনের বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জনের সাথে বসতে হয়: সারোয়ার তুষার Sep 20, 2025
img
আজ শেরাটনে থাকবেন হানিয়া আমির, বাংলাদেশি ভক্তদের জন্য রয়েছে চমক! Sep 20, 2025
img
১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শেষ হচ্ছে আজ Sep 20, 2025
img
মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Sep 20, 2025
img
টেস্ট-ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান Sep 20, 2025
img
ফ্যাসিস্টরা যাতে সরকার গঠন না করতে পারে সেজন্য পিআর: হেলাল Sep 20, 2025
img
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চান ইউরোপীয় মানবাধিকার প্রধান Sep 20, 2025
img
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের ১২ এলাকায় Sep 20, 2025
img
মোস্তাফিজের ভালো পারফর্ম সম্পর্কে জানালেন কোচ Sep 20, 2025
img
মেক্সিকোয় গ্যাসবাহী ট্রাক বিস্ফোরণ, নিহত ২৫ Sep 20, 2025
img
ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সব ঘটনা Sep 20, 2025