সব জনতাই সমস্যা ‘ক্রিয়েট’ করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব জনতাই সমস্যা তৈরি করছে, তবে সব জনতাকেই সরকার নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদি জনতার মব নিয়ে প্রশ্ন করা হলে তিনি একথা বলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোস্ট গার্ড আমাদের নদীপথ ও সমুদ্রের উপকূলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। তারা এটি খুব ভালোভাবে করে যাচ্ছে। আপনারা জানেন মিয়ানমার সীমান্তে মাঝে মধ্যে সমস্যা হয়। কোস্ট গার্ড সফলতার সঙ্গে সমাধান করছে। বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা আমাদের সীমায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়৷ এসব ক্ষেত্রেও কোস্ট গার্ড ভালো ভূমিকা রাখছে।

উপকূল এলাকায় মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি প্রবেশ করছে। এসব এলাকায় আপনাদের নজরদারি কতটা আছে? জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সঙ্গে মিয়ানমারের যে অঞ্চল ওই এলাকায় বর্তমানে মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এজন্য কোস্ট গার্ড ও বিজিবির কাজ করতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু তারা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে তাই আমাদের উপকূল এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এখানে কোনো ধরনের সমস্যা নেই।

আরাকান আর্মিরা সীমান্ত এলাকায় প্রবেশ করে বাংলাদেশি জেলেদের অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সীমান্ত এলাকা ঢুকে কাউকে নেওয়ার ঘটনা ঘটেনি। আমাদের জেলেরা মাছ ধরতে গিয়ে সীমানা অতিক্রম করে মিয়ানমারের জল সিমায় প্রবেশ করে ফেললে তখন এ ঘটনা ঘটে।

সম্প্রতিকালে দেখা গেছে বইমেলাসহ দেশের বিভিন্ন এলাকায় তৌহিদি জনতা পরিচয় মব সৃষ্টি করা হচ্ছে এমনকি ফুলের দোকান ও ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ কি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব জনতাই বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছে। তবে আমরা সব জনতাকেই নিয়ন্ত্রণ করছি। জনতা নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। কোনো ধরনের জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে সেটার ব্যাপারে গণমাধ্যমকেও খেলায় রাখতে হবে। দেশের জন্য যেটা উপকারী সেটা দেখতে হবে, করতে হবে। ব্যক্তিগত লাভের থেকে দেশের জন্য যেটা লাভজনক সেটা বেশি দেখতে হবে।

সীমান্তে ও টেকনাফে রোহিঙ্গা সমস্যা রয়েছে। এরমধ্যে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হয়েছে। এর কারণে রোহিঙ্গারা সহজে পাসপোর্ট পেয়ে যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া আমাদের অনেক দিনের চেষ্টা ছিল। রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া সহজ হবে না কারণ ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করা যায় না। তাই রোহিঙ্গারা যেন জাতীয় পরিচয়পত্র না পায় সেই বিষয়টি নিশ্চিত করতে আমরা কাজ করবো। যারা পেয়েছে তাদের যাচাই-বাছাই করা হবে। তবে কি পরিমাণ আছে সেটা বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, দুর্নীতি আমাদের সব জায়গায় গ্রাস করে নিয়েছে। এই দুর্নীতি যদি কমানো যায় তাহলে সব সেক্টরে উন্নতি হবে৷ আমাদের বড় সমস্যা এটা। যদি আমরা দুর্নীতি করি আপনারা সেটা প্রকাশ করে দেন। দুর্নীতি এই সরকারের ৬ মাসে কমেছে না বেড়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, গত ৬ মাসে আগের থেকে অনেক দুর্নীতি কমেছে, তবে সহনীয় পর্যায়ে আসে নাই।

পুলিশ থেকে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না এবং পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যত অফিসারকে আইনের আওতায় এনেছি, গত ৫৩ বছরে তা হয়নি। আমরা যেখানে অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা পাচ্ছি। রিপোর্ট হওয়ার পর আমাদের তদন্ত করতে হয়। অনেক সময় সত্যতা পাওয়া যায় আবার অনেক সময় মোটিভেটেড সংবাদও পাওয়া যায়। এজন্য যেটার সত্যতা পাওয়া যায় সেটাতে আমরা ব্যবস্থা নিচ্ছি।

Share this news on:

সর্বশেষ

img
দাম্পত্য-ভালোবাসা ও বন্ধুত্বের ৪০ বছর, অনুপমকে কিরণের খোলা চিঠি Aug 27, 2025
img
দাবি-দাওয়া লিখে মন্ত্রণালয়ে জমা দিলে সমাধান হয়ে যাবে : সিনিয়র সচিব Aug 27, 2025
img
সিরিজ খেলতে ঢাকা হয়ে সিলেটে নেদারল্যান্ডস দল Aug 27, 2025
img
২ ব্যাংকের পার্পিচুয়াল বন্ডের জন্য মুনাফা রেট ঘোষণা Aug 27, 2025
img
কেন শাহরুখ-আরিয়ানের কাছে ক্ষমা চাইলেন ফারাহ? Aug 27, 2025
img
গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে সরকারের ভেতরের মহল : ফখরুল Aug 27, 2025
img
চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার ডাক পেল চার নতুন ক্লাব Aug 27, 2025
img
প্রেমের নতুন অধ্যায় নিয়ে আসছে ‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’ Aug 27, 2025
img
শ্বশুরের জায়গায় অন্য লোককে প্রতিষ্ঠা করলে মানুষ শ্রদ্ধার চোখে দেখত : দুদু Aug 27, 2025
img
যমুনার পথে অগ্রসর হতে গিয়ে পুলিশের বাধার মুখে প্রকৌশল শিক্ষার্থীরা Aug 27, 2025
img
যমুনার দিকে যাচ্ছেন প্রকৌশল শিক্ষার্থীরা Aug 27, 2025
img
জুভেন্টাসের ‘ফ্লপ’ হয়েও ব্রাজিলের দলে জায়গা পেলেন জর্জ Aug 27, 2025
img
কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান Aug 27, 2025
img
বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো প্রস্তাব আকারে পেশের পরামর্শ দিলেন জনপ্রশাসন সচিব Aug 27, 2025
img
ভিসা-গ্রিনকার্ড নীতিতে বড় পরিবর্তন আনছেন ট্রাম্প Aug 27, 2025
img
সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব Aug 27, 2025
img
নির্বাচনী প্রচারণার বিষয়ে ডাকসু প্রার্থীদের অতিজরুরি নির্দেশনা Aug 27, 2025
img
পেছানো হলো রাকসু নির্বাচনের তারিখ Aug 27, 2025
img
সাবাকে জুহুর বিলাসবহুল ফ্ল্যাট দিলেন হৃতিক, ভাড়া কত? Aug 27, 2025
img
সিলেটের সাদা পাথর লুটকারীরা এখন সিআইডির নজরদারিতে Aug 27, 2025