ভোটারকে মেরে জেলে গেলেন বরখাস্ত এমপি

ভোটারকে ঘুষি মেরে জেলে গেলেন এমপি। জনমনে বিস্ময় জাগানো এ ঘটনা যুক্তরাজ্যের। অভিযুক্ত ওই এমপির নাম মাইক অ্যামসবারি। তর্ক-বিতর্কের একপর্যায়ে রাস্তায় একজন ভোটারকে ঘুষি মেরে ফেলে দেন তিনি। এরপরও ক্রমাগত ভুক্তভোগীকে আক্রমণ করতে থাকেন অ্যামসবারি। তাকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেয় আদালত।

২৪ ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ৫৫ বছর বয়সী অ্যামসবারি দেশটির রানকর্ন এবং হেলসবিকের স্বতন্ত্র এমপি হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করছেন। তার চেশায়ার নির্বাচনী এলাকায় এক ব্যক্তিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়ার কথা স্বীকার করেছেন এই এমপি।

অভিযোগ প্রমাণিত হওয়ায় এরইমধ্যে মাইক অ্যামসবারিকে বরখাস্ত করেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি। ৪৫ বছর বয়সী ভোটার পল ফেলোসকে ঘুষি মারার ভিডিও ফুটেজ প্রকাশের পরে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং ১০ সপ্তাহের জন্য জেলে পাঠানো হয়।

বিবিসি’র প্রতিবেদন বলছে, গত বছরের ২৬ অক্টোবর চেশায়ারের ফ্রডশামে এই ঘটনা ঘটে। তখনকার লেবার এমপি মাইক অ্যামসবারি পল ফেলোসের নামের ওই ব্যক্তির সাথে উত্তপ্ত তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন এবং নির্বাচনে ভোট না দেয়ার অভিযোগে একপর্যায়ে তাকে ঘুষি মারেন। এ নিয়ে একটি ভিডিও ফুটেজও সেসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে রানকর্ন এবং হেলসবিকের এই এমপিকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন লেবার পার্টি।

পরে ভুক্তভোগী ওই ব্যক্তি আদালতে মামলা দায়ের করেন। আমেসবারি আদালতে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলেও বর্ণনা করেন। শুনানি শেষে ২৪ ফেব্রুয়ারি জেলা বিচারক ট্যান ইকরাম আমেসবারিকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেন।

চেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে ডেপুটি চিফ ম্যাজিস্ট্রেট ট্যান ইকরাম বলেন, ‘ক্রোধ এবং মানসিক নিয়ন্ত্রণ হারানোর’ কারণে অ্যামেসবারি এই কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাক-সাজা প্রতিবেদনে দেখা গেছে। সাজা ঘোষণার পর আমেসবারিকে তৎক্ষণাৎ সেলে নিয়ে যাওয়া হয় এবং আপিলের অপেক্ষায় থাকা অবস্থায় জামিনের আবেদনও প্রত্যাখ্যান করা হয়।

Share this news on:

সর্বশেষ

img
৯৭তম অস্কারের মঞ্চে পারফর্ম করবেন যেসব তারকা Feb 25, 2025
img
শেরপুরে ট্রাক চাপায় নিহত ১ Feb 25, 2025
img
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়ার উপকারিতা Feb 25, 2025
img
সামাজিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রথম চলচ্চিত্র নির্মাণ ইনকিউবিশন প্রোগ্রাম Feb 25, 2025
img
১শ’ কোটি রুপি মামলার হুমকি ‘ছাভা’ সিনেমার বিরুদ্ধে Feb 25, 2025
img
হাঁটুর বয়সী নায়িকার প্রেমে গোবিন্দ, সে কারণেই বিচ্ছেদ? Feb 25, 2025
img
বৃষ্টিতে পরিত্যক্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ Feb 25, 2025
নাহিদের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রেস সচিব এবং উপ প্রেস সচিবের পোস্ট Feb 25, 2025
অবশেষে মোদির দেখা পাবেন ইউনূস? Feb 25, 2025
img
শরীর দুর্গন্ধমুক্ত রাখার ৭ উপায় Feb 25, 2025