শেরপুরে ট্রাক চাপায় নিহত ১

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় আজ রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ট্রাকের চাপায় খোকা মিয়া (২৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার বাইটকামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহত খোকা মিয়া জেলার নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী এলাকার রাজ মাহমুদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার বাইটকামারী এলাকায় সড়ক পার হচ্ছিলেন খোকা মিয়া। এসময় নালিতাবাড়ী থেকে নকলাগামী দ্রুত গতির একটি পণ্যবাহী ট্রাক খোকা মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ট্রাক চাপায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। 

Share this news on:

সর্বশেষ