মেগা প্রকল্পের নামে মেগা লুট হচ্ছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে সব শ্রমজীবী মানুষ তাদের অধিকার হারিয়েছেন। এই দুর্নীতিবাজ সরকার সব মানুষের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতির পাহাড় গড়েছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মে দিবস অধিকার আদায়ের দিন। এই দিবসকে স্মরণ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে অধিকার ফিরিয়ে আনতে হবে।

বুধবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক র‍্যালি উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ বাংলাদেশে শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য মজুরি নেই। একেবারে মানবেতর অবস্থায় জীবনযাপন করছেন তারা। প্রতিনিয়ত দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। গ্যাস, বাসা ভাড়া এবং বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে। সরকার ব্যাংক, শেয়ার মার্কেট লুট করছে। অন্যদিকে মেগা প্রজেক্টের নামে মেগা লুট করছে। আর তার খেসারত দিচ্ছে সাধারণ শ্রমজীবীরা।’

তিনি বলেন, 'আজকে শ্রমজীবী মানুষের কাছ থেকে টাকা কেটে নেয়া হয়। সেই টাকা দিয়ে তারা দুর্নীতির পদ্মাসেতু নির্মাণ করে, তারা কর্ণফুলী টানেল নির্মাণ করে, যেগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয়।'

শ্রমিকদের উদ্দেশ্যে ফখরুল বলেন, ‘আপনারা মে দিবস পালন করছেন, কিন্তু অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আজ গার্মেন্টস পোশাক শিল্প সবচেয়ে বেশি আয় করে। তাদের আয়ে বাংলাদেশ চলে। বিদেশে যেই শ্রমিক ভাইয়েরা কাজ করেন তাদের রেমিটেন্সে বাংলাদেশ চলে। তাদের টাকাগুলোকে নষ্ট করে সরকার দুর্নীতি করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ভাতের অধিকার কেড়ে নিয়েছে। আজ দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বেঁচে থাকার জন্য শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। অধিকারকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে যেতে হবে।’

র‍্যালিতে শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

টাইমস/এসআই

Share this news on: