যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৬৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।এ নিয়ে বুধবার পর্যন্ত (২৬ ফেব্রুয়ারি) গত ১৯ দিনে মোট ১০ হাজার ৫৭০ জনকে গ্রেফতার করা হলো। পুলিশ সদর দফতর থেকে এসব তথ্য জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় ৬৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে ১০১২ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৯০ জনকে।
এছাড়া গত ২৪ ঘণ্টার অভিযানে ৪.৫ এমএম পিস্তল একটি, এলজি একটি, শুটারগান একটি, দেশীয় তৈরি একনলা বন্দুক একটি, ম্যাগাজিন একটি, কার্তুজ ৭টি, রাইফেলের গুলি একটি, স্টিলের দেশীয় তৈরি কুড়াল একটি, ধারালো চাপাতি একটি, রামদা একটি, লোহার শাবল একটি, ক্ষুর একটি, সুইচ গিয়ার চাকু দুটি এবং লোহার দুটি রড উদ্ধার হয়।
প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ অপারেশন গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে একযোগে শুরু হয়।