পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলার ডিজি

পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

আজ শুক্রবার শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র দেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর অনেকে সৈয়দ জামিল আহমেদকে মহাপরিচালকের দায়িত্বে আনার দাবি তুলেছিলেন।

তবে দায়িত্ব নেওয়ার প্রশ্নে আগ্রহী ছিলেন না তিনি। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পরামর্শে এবং জুলাইয়ের শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে পদটির দায়িত্ব নেন বলে জানান।

এর আগে, গত ১২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। টানা ১৩ বছর পর এই দায়িত্বে ছিলেন তিনি।

Share this news on:

সর্বশেষ