একটা ম্যাচ না জিতেও ৩ কোটি টাকা পাচ্ছে পাকিস্তান!

একটাও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। মাঠের পারফরম্যান্স হতাশাজনক, সমর্থকদের চোখে জল। তবু হাতে আসবে কোটি কোটি টাকা।
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমেছিল পাকিস্তান। কিন্তু পারফরম্যান্স একেবারেই প্রত্যাশার ধারে কাছে যায়নি। গ্রুপ পর্বেই টুর্নামেন্ট শেষ রিজওয়ান-বাবরদের। তবু এই ব্যর্থ দলের অ্যাকাউন্টে যোগ হবে ৩ কোটি ২১ লাখ টাকা।

আইসিসির নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আটটি দলই অংশগ্রহণ ফি হিসেবে পায় ১ কোটি ৫১ লাখ টাকা। আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলোর জন্য বরাদ্দ ১ কোটি ৭০ লাখ টাকা করে। পাকিস্তান যে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে, সেটি নিশ্চিত, ফলে তাদের প্রাপ্ত অর্থও নিশ্চিত হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশও বিদায় নিয়েছে, তবে নেট রানরেট ভালো থাকায় ষষ্ঠ স্থানে ওঠার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আফ্রিকা যদি আজ ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশের প্রাপ্ত অর্থ দাঁড়াবে ৫ কোটি ৭৪ লাখ টাকা। কারণ, ৫ ও ৬ নম্বর দল পাবে ৪ কোটি ২৩ লাখ টাকা, সঙ্গে যোগ হবে অংশগ্রহণ ফি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট অর্থ পুরস্কার ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২৭ কোটি টাকা, রানার্সআপ দল পাবে ১৩ কোটি টাকা।

পারফরম্যান্স যেমনই হোক, লাভের মুখ দেখছে পাকিস্তান আর বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন না পেলেও কিছুটা বেশি অর্থ নিয়েই ফিরতে পারে শান্তরা।

Share this news on:

সর্বশেষ