বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) জানিয়েছে, ২০ রোজার মধ্যে গার্মেন্টসসহ সব কারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ ও ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার করতে হবে।
শনিবার (১ মার্চ) শহীদ তাজুল দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ এমন দাবি জানানো হয়েছে।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের শ্রমজীবী মেহনতি মানুষসহ নিম্ন আয়ের মানুষ চরম সংকটময় অবস্থায় দিনযাপন করছে। এমন অবস্থায় উৎপাদন ও জাতীয় অর্থনৈতিক স্বার্থে শ্রমিক কর্মচারীদের বাঁচিয়ে রাখতে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। আর ২০ রোজার মধ্যে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে হবে। সেজন্য চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রকে এবিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে।
তারা বলেন, খুন-ধর্ষণ-দমনপীড়ন-চাকরিচ্যুতি বন্ধ এবং আউটসোর্সিং প্রথা বাতিল করে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা খুবই জরুরি। ৬ মাস প্রসূতিকল্যাণ সুবিধা আইন করে নিশ্চিত করতে হবে। এসময় আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ কার্যকর এবং ১০২, ১৮৯ ও ১৯০ অনুস্বাক্ষর করারও দাবি জানান নেতারা।
সমাবেশে টিইউসির সহ-সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে সংগঠনের পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেন টিইউসির দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা। আরও বক্তব্য রাখেন টিইউসির অর্থ সম্পাদক কাজী মো. রুহুল আমিন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসলাম খান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ।