দুই বিদেশি নাগরিককে মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার ২

রাজধানীর বসুন্ধরায় দুই বিদেশি নাগরিককে মারধরের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

পুলিশের ভাষ্যমতে, বাংলাদেশের এক কাপড়ের ব্যবসায়ীর সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ‘ডলার ভাঙানোকে’ কেন্দ্র করে দুই ইরানি নাগরিক মারধরের শিকার হন।

ভাটারা থানার ওসি মাযহারুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় পুলিশের করা মামলায় মঙ্গলবার রাতে আব্দুল্লাহ এবং সাব্বির মিয়া নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি মাযহারুল বলেছেন, ইরানের দুই নাগরিকের নাম আহম্মদ এবং মেহেদী, সম্পর্কে তারা দাদা ও নাতি হন; তারা ঢাকায় বেড়াতে এসেছেন।

এই দুইজনসহ আরো এক ব্যক্তি মারধরের শিকার হন মঙ্গলবার দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে।

ভাটারা থানার এএসআই ছোটন চন্দ্র দাস জানিয়েছিলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ এক ব্যক্তি ফোন করে মারধরের ওই ঘটনাটি জানায়। ওই ফোন পেয়ে পুলিশ বসুন্ধরায় গিয়ে দুই বিদেশি নাগরিকসহ আরো একজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

বাড্ডা জোনেন সহকারী কমিশনার এইচএম শফিকুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের এক কাপড় ব্যবসায়ী এবং তার ছেলের সঙ্গে আহম্মদ নামের ওই ইরানি নাগরিকের পূর্ব পরিচয় ছিল।

"কিছুদিন আগে ইরানি নাগরিকরা বাংলাদেশে বেড়াতে আসেন। তারা ডলার ভাঙানোর জন্য ওই কাপড় ব্যবসায়ীর ছেলের সাথে যোগাযোগ করেন। বেশ কিছু ডলার তারা ভাঙিয়েছিলেন। ডলারের বিনিময়ে টাকা নিয়ে চলে যাওয়ার সময় ডলার কম দিয়েছে অভিযোগ তুলে ঝামেলা শুরু হয়।"

এরপরই আশেপাশের লোকজন জড়ো হয়ে তাদের গাড়ি ধাওয়া করলে চালক ভয়ে দ্রুত গাড়ি নিয়ে যাওয়ার সময় সড়কে রিকশায় ধাক্কা দেয় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সহকারী কমিশনার রহমান বলেন, “পরে তাদের (ইরানি নাগরিক) আটকিয়ে মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয়।“

এর আগে এএসআই ছোটন চন্দ্র দাস জানিয়েছিলেন, “আমরা গিয়ে দেখি হাজার হাজার লোকজন তাদের (বিদেশি নাগরিক) মারতেছে, গাড়ি ভাংচুর করতেছে। ওখানে যখন পাবলিকে মারধর করা শুরু করেছে ওরা গাড়ি দিছে টান। সামনে রিকশাসহ যা ছিল সব মেরে সামনে চলে যায় তারা। কিছুদূর যাওয়ার পর পাবলিক গাড়ি আটকিয়ে তাদের বেদম মারধর করে, আর চালক পালিয়ে যায়।”

পুলিশ খোঁজ নিয়ে জেনেছে ওই গাড়িটি রেন্ট-এ কারের। ছোটন চন্দ্র দাস বলেছেন, তারা ধারণা করছেন গাড়ির চালক বাংলাদেশি।

টাকা পয়সা প্রতারণার অভিযোগে মারধরের ঘটনা ঘটলেও ঘটনাস্থলে কোনো অভিযোগকারীর দেখা পায়নি পুলিশ।

পরে গুরুতর অবস্থায় দুই বিদেশিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

Share this news on:

সর্বশেষ

img
কাজলের চোখে ডিডিএলজে: পাগলামি, প্রেম আর ইতিহাস Jul 14, 2025
img
টোলপ্লাজায় ৬ জনের প্রাণহানিতে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি Jul 14, 2025
রাজনীতি ক্রিকেটারদের জন্য নয়: জয়াসুরিয়া Jul 14, 2025
অন্যের স্ত্রীকে বিয়ে! আত্মপক্ষ শুনানিতে নাসির-তামিমার জবাব Jul 14, 2025
img
বক্স অফিসে ঝিমিয়ে পড়েছে শানায়ার প্রথম সিনেমা Jul 14, 2025
img
প্রথমবারের মতো নিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক Jul 14, 2025
img
পুরনো বিশ্বাস আর আতঙ্কে তৈরি এক অন্যরকম হরর জগত Jul 14, 2025
ক্যান্সার থেকে বাঁচাবে ৩ পানীয়, দাবি বিশেষজ্ঞদের Jul 14, 2025
আ.লীগের নিবন্ধন স্থগিত হলেও থাকবে নৌকা: ইসি Jul 14, 2025
নয়াপল্টনে ছাত্রদলের কর্মসূচিতে যে দৃশ্য দেখা গেলো Jul 14, 2025
img
সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি : বিসিবি সভাপতি Jul 14, 2025
img
চার গুণ বেড়েছে অনলাইন বিদ্বেষমূলক বার্তা, টেনিস তারকারা মানসিক চাপে Jul 14, 2025
img
১০ মাসে অপরাধের পরিসংখ্যন প্রকাশ করল সরকার Jul 14, 2025
img
স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ চেয়ে বরিশালে মহাসড়ক অবরোধ Jul 14, 2025
img
প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার পালাতে বাধ্য হয় : আলী রীয়াজ Jul 14, 2025
img
আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল Jul 14, 2025
img
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কেবিনে নেওয়া হলো ফরিদা পারভীনকে Jul 14, 2025
img
১৫ বগি ফেলে ইঞ্জিন নিয়ে চলে গেল ট্রেন Jul 14, 2025
যে চারটা গুণ থাকলে আপনি ভাগ্যবান | ইসলামিক টিপস Jul 14, 2025
লিটনের ফিফটির খরা কাটলো; ফর্মটা ধরে রাখবেন, নাকি আবারও হারিয়ে যাবেন? Jul 14, 2025