রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজার রহমান এ তথ্য জানিয়েছেন।
রংপুর মেট্রোপলিটন আদালত-১ এর ইনস্পেক্টর শাহিনুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই সঙ্গে আইন মেনে তাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বুধবার রংপুর নগরীর সেনপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য।
এসআই মোস্তাফিজার রহমান জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন না।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। নগরীর সেনপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে তিনি বেশ কিছুদিন থেকে আত্মগোপনে ছিলেন।