বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রিয়াজুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক ওমর ফারুক তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম.এ কালাম খান জানান, রিয়াজুল হত্যাকাণ্ডে প্রত্যক্ষ মদদ রয়েছে এম এ মালেকের।