বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবেন। তিনি বলেন, আজ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন এবং তারা সংস্থার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। পাশাপাশি সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন। এছাড়া, কর্মকর্তারা কাজে ফিরতে শুরু করেছেন এবং সকলকে দায়িত্বে যোগ দিতে উৎসাহিত করা হয়েছে।
রোববার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএসইসি চেয়ারম্যান বলেন, সবাই কাজে যোগদান করলে, কাজ যেভাবে স্বাভাবিক নিয়মে চলে সেভাবেই চলবে।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাব বিএসইসির চেয়ারম্যান বলেন, এখনও সেই সময় হয়নি। পরে আরও বিস্তারিত আপনাদের জানানো হবে।
এর আগে সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, অনিয়মকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে তদন্ত কার্যক্রম চলছে এই কাজের সঙ্গে আমরা সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি।
সংকটে কীভাবে বাজারের আস্থা ধরে রাখা যায় এবং দ্রুত সংকট কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে আলোচনা করেছি বলে উল্লেখ করেন মমিনুল ইসলাম। তিনি বলেন, কিছু কর্মকর্তা-কর্মচারী যেভাবে বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দাওয়া আদায়ের প্রচেষ্টা করেছিল সেটি কোনোভাবেই কাম্য নয়, আমরা এর নিন্দা জানাচ্ছি।
এসএস/টিএ