আর্সেনিকমুক্ত পানি পানে মিলবে হৃদরোগ থেকে মুক্তি

আর্সেনিক মুক্ত পানি পান করলে মাত্র ৫ বছরে ডায়াবেটিস এবং কার্ডিওভাসকুলার রোগ নেই এমন তরুণরা হৃদ রোগ থেকে মুক্তি পাবে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার আমেরিকান হার্ট এসোসিয়েশন প্রকাশিত পত্রিকায় এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে অজৈব আর্সেনিক থাকলে তার সঙ্গে মানব বিষ মিলে ক্যান্সার, কিডনি রোগ, হাইপারটেনশন, কার্ডিওভাসকুলার রোগ এবং ডায়াবেটিসের সৃষ্টি হয়।

তবে সী-ফুডে যে জৈব আর্সেনিক থাকে তা মানুষের কাছে বিষাক্ত বলে পরিচিত নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভূ-গর্ভস্থ পানির সঙ্গে আসা আর্সেনিক বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এটি বাতাস এবং মাটিতেও পাওয়া যাচ্ছে। এটি আর্সেনিকযুক্ত পাথর ও খনিজ পদার্থের মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

ওই প্রতিবেদনে আরো বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাম এলাকায় যারা বসবাস করে তারা নিজস্ব কূপ থেকে খাবার পানি সংগ্রহ করে এ আর্সেনিক থেকে মুক্ত থাকতে পারে।

ভিয়েনার একজন মেডিকেল স্পেশালিস্ট ড. গার্নট পিচলারের মতে তবে এ কূপের পানি পান করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি পানিতে আর্সেনিক থাকে তবে তা কার্ডিওভাসকুলার রোগীদের ক্ষেত্রে বিপদজনক।

 

টাইমস/এমএস

 

 

 

Share this news on: