ঝালকাঠিতে জে সি আই বরিশালের উদ্যোগে ইফতার বিতরণ

ঝালকাঠির স্টেশন রোডে "মোন্তাজিয়া নুরানী হাফেজি মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা" প্রাঙ্গণে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জে সি আই) বরিশালের উদ্যোগে এক সাধারণ ইফতার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী, এতিমখানার শিশুদের এবং এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জে সি আই বরিশাল ২০২৫ এর ট্রেজারার জনাব মোঃ আসাদ ইকবাল। অনুষ্ঠানে আরও মাদরাসা কর্তৃপক্ষ, এলাকার সমাজসেবকরা এবং জে সি আই বরিশালের সদস্যরা অংশগ্রহণ করেন।

জনাব মোঃ আসাদ ইকবাল তার বক্তব্যে বলেন, "জে সি আই বরিশালের অন্যতম উদ্দেশ্য হল সমাজের অসহায় এবং পিছিয়ে পড়া মানুষদের সহায়তা প্রদান করা। এই রমজান মাসে আমরা তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। মোন্তাজিয়া নুরানী হাফেজি মাদরাসা ও এতিমখানার শিশুদের পাশাপাশি দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণের মাধ্যমে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করতে পারার জন্য গর্বিত।"

মাদরাসা কর্তৃপক্ষ জে সি আই বরিশালের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে একসাথে মানবিক কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। এলাকার সমাজসেবকরা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং অন্যান্য সংগঠনকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই ইফতার বিতরণ কর্মসূচি সমাজের পিছিয়ে পড়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রশংসনীয় উদাহরণ হয়ে উঠেছে। জে সি আই বরিশাল ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এসএস/এসএন

Share this news on: