বুধবার (১২ মার্চ) ছিল ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চতুর্থ রাউন্ডের প্রথমদিন। এদিন তিন ভেন্যুতে লড়েছে ছয়টি দল। আজ অনুষ্ঠিত সবকটি ম্যাচই ছিল লো স্কোরিং। রানখরার দিনে অবশ্য চলতি ডিপিএলে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। ফলে ব্রাদার্স ইউনিয়নের ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় মোহামেডান ৯ উইকেটের বড় জয় পেয়েছে।
বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ব্রাদার্সের হয়ে ইমতিয়াজ হোসেন সর্বোচ্চ ৪৩ এবং আইচ মোল্লা ৩২ রান করেছেন। মূলত তাইজুল ইসলামের ৪ এবং আবু হায়দার রনির ৩ উইকেট শিকারে তাদের আর কেউই বলার মতো রান করতে না পারেননি। লক্ষ্য তাড়ায় মোহামেডানের মেহেদি হাসান মিরাজ ৪ রানে ফিরলেও ১৮৭ রানের জুটিতে কোনো সুযোগই দেননি তামিম ইকবাল ও মাহিদুল ইসলাম অঙ্কন। তামিম ১০৫ ও অঙ্কন ৭৫ রানে অপরাজিত মোহামেডানের বড় জয় নিশ্চিত করেন।
আরেক ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাব্বির রহমানের পারটেক্স স্পোর্টিং ক্লাব আবাহনীর বিপক্ষে কোনো রকমে দলীয় শতক পূর্ণ করেছে। মাহফুজুর রহমান রাব্বির বোলিং তোপে দাঁড়াতেই পারেনি পারটেক্স। ১৮ রানেই এই স্পিন অলরাউন্ডার ৫ উইকেট শিকার করেন। লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন পারভেজ হোসেন ইমন, এ ছাড়া মোসাদ্দেক হোসেন ৩৭ রান করলে মাত্র ১৪.৩ ওভারেই ৮ উইকেটে জয় পায় আবাহনী।
দিনের অন্য ম্যাচে বিকেএসপিতে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রাইম ব্যাংকের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আকবর আলির দলটি। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন তানজিদ হাসান তামিম। এ ছাড়া সৌম্য সরকার ৫০ রান করেন।
এফপি/টিএ