অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে মাদক পাচারের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। সিডনির একটি ডিস্ট্রিক্ট আদালতের বিচারকের রায়ে বলা হয়েছে, কোকেন সরবরাহ করার একটি ঘটনায় সম্পৃক্ত হওয়ার ব্যাপারটি জানতেন স্টুয়ার্ট ম্যাকগিল। তবে নিজের রেস্টুরেন্টে এত বিশাল পরিমাণের মাদকের বিনিময় হচ্ছে, তা জানতেন না সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার।
ম্যাকগিলের বিরুদ্ধে ২০২১ সালে নিষিদ্ধ মাদক কোকেন সরবরাহের অভিযোগ আনা হয়।ম্যাকগিলের শ্যালক ও মাদক ডিলারে মধ্যে ৩ লাখ ৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলার মূল্যের এক কেজি কোকেন সরবরাহের সেই চুক্তিটি হয়েছিল। ম্যাকগিলে তার রেস্তোরাঁর নিচে একটি সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন, তবে এরকম কোনো চুক্তি হবে, তিনি জানতেন না বলেই আদালতকে জানান।
প্রসিকিউটররা নিশ্চিত হয়েছেন, ম্যাকগিলের সম্পৃক্ততা ছাড়া এরকম চুক্তি হওয়া সম্ভব নয়। তবে তার সরাসরি জড়িত থাকার ব্যাপারটি প্রমাণ করা যায়নি।এক কেজি কোকেন পাচারের চুক্তিটি সম্পর্কে ম্যাকগিল জানতেন, এই অভিযোগ বাতিল করে দেন বিচারক। তবে মাদক সরবরাহে ভূমিকা রাখার জন্য ছোট কোনো শাস্তি তাকে পেতে হবে।
মামলার শুনানি ৮ সপ্তাহ মুলতবি থাকার পর আজ চূড়ান্ত ফয়সালা হয়েছে। তবে লঘু অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এ জন্য তার শাস্তি হতে পারে। ম্যাকগিল ১৯৯৮ থেকে ২০০৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট ম্যাচ খেলে ২৯.০২ গড়ে ২০৮ উইকেট পান। কিংবদন্তি শেন ওয়ার্ন ওই সময়ে বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানোয় দারুণ প্রতিভা থাকার পরও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
এসএস/এসএন