ব্যাংককের চম থং জেলার রামা ২ রোডের কাছে একটি নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে ব্রিজের একটি কংক্রিটের বিম ভেঙে পড়ে কমপক্ষে পাঁচজন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৫ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
ব্যাং মোড পুলিশ রাত ১টা ৪৮ মিনিটে এই ঘটনার খবর পায়। প্রতিবেদন অনুসারে, এক্সপ্রেসওয়ের প্রবেশপথ থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত একটি নির্মাণাধীন কংক্রিটের বিম একটি বিদ্যমান এক্সপ্রেসওয়ের কাঠামোর ওপর ধসে পড়ে।
ফলে এই হতাহতের ঘটনা ঘটে। ধসের সময় ঘটনাস্থলে ২০ জনেরও বেশি শ্রমিক ছিলেন।
ধ্বংসস্তূপ থেকে চারজন নিহতকে উদ্ধার করা হলেও উদ্ধার অভিযান অব্যাহত আছে। আরো একজনের মৃতদেহ এখনও নিখোঁজ রয়েছে।
পাঁচজনের মধ্যে তিনজন থাই নাগরিক (একজন প্রকৌশলী এবং দুইজন শ্রমিক) এবং দুইজন বিদেশি শ্রমিক রয়েছেন।আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত একজন শ্রমিক জানিয়েছেন, কলামগুলোকে সংযুক্ত করার জন্য কংক্রিট ঢালার সময় কাঠামোটি বিকট শব্দে ভেঙে পড়ে। উদ্ধার অভিযানের কারণে নিকটবর্তী চম থং রোডটি সব দিক থেকে বন্ধ ছিল।
ইঞ্জিনিয়ার এবং পুলিশ ধসের কারণ অনুসন্ধান করছে।
সূত্র: ব্যাংকক পোস্ট
এফপি/এন এস