রাজশাহীর মোহনপুরে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে অভিনব কায়দায় মাদক বিক্রি করার উদ্দেশ্যে মজুদ ১,৪৩৫ বোতল স্পিরিটসহ দুই জনকে আটক করেছে র্যাব-৫।
শুক্রবার (১৪ মার্চ) রাত সোয়া ১২টায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বাকশৈল নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজধানী ঢাকা যাত্রবাড়ি এলাকার মাতুয়াইল এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে মোস্তাক আল রবিন (৫২) ও পটুয়াখালি জেলার দশমিনা গ্রামের পূর্ব আলিপুরা গ্রামের মৃত সিরাজ মৃধার ছেলে আব্দুস সালাম মৃধা (৩৫)।
এই বিষয়ে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল জানতে পারে যে, রাজশাহী জেলা ও মহানগরী বিভিন্ন জায়গায় চালান দেয়ার উদ্দেশ্যে মোহনপুর থানাধীন কেশরহাট বাজারে একটি মাদক ব্যবসায়ী চক্র ঢাকা হতে মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আনবে। বিষয়টি জানার পর র্যাবের একটি গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে।
এরপর শুক্রবার রাতে কেশর হাট বাজারের পূর্ব দিকে বাকশৈল গ্রামের কাঁচা রাস্তার ধারে মাইক্রোবাসে করে মাদক ডেলিভারি দেয়ার সময় তারা উক্ত দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।
এ সময় মাইক্রোবাস তল্লাশি করে তাদের কাছ থেকে ১৪৩৫ বোতল স্পিরিট, ৪৯ হাজার ৮০০ টাকা ও অন্যান্য আনুষঙ্গিক আলামত জব্দ করা হয়। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। এর গায়ে লেখা ছিল, ‘জরুরি ওষুধ সরবরাহের কাজে নিয়োজিত’।
র্যাব জানায়, আটককৃতরা আন্তঃজেলা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে, তারা দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রির আড়ালে রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট ৯০ শতাংশ অ্যালকোহল যুক্ত মাদক বিক্রয় করে আসছিল। ঢাকাতে তাদের নিজস্ব ফ্যাক্টরীতে তারা এই অ্যালকোহল প্রস্তুত করে।
প্রাণঘাতী এই মাদক সেবনে অতি সম্প্রতি মোহনপুরে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানায় র্যাব-৫।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএম