২৪ ঘণ্টায় যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ট্রাম্প বললেন ‘মজা করছিলাম’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টায় বন্ধ করার দাবিতে গত বছর নির্বাচনী প্রচারণায় একাধিকবার কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ক্ষমতায় আসার প্রায় দুই মাস পরও তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেননি। এখন ট্রাম্প এই দাবিকে মজা হিসেবে উল্লেখ করেছেন।

সম্প্রতি ‘ফুল মেজার’ নামে একটি টেলিভিশন পোগ্রামে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেটির একটি ক্লিপ প্রকাশ করা হয়েছে। এতে ট্রাম্পকে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে জিজ্ঞেস করা হয়। জবাবে তিনি বলেন, “আমি যখন এটি বলেছিলাম তখন আমি কিছুটা মজা করছিলাম। তবে আমি সত্যি যা বুঝিয়েছিলাম, আমি এই দ্বন্দ্ব বন্ধ করতে চেয়েছিলাম। এবং আমি মনে করি আমি এতে সফল হব।”

এদিকে ট্রাম্প প্রায়ই অতিরঞ্জিত বিভিন্ন দাবি করে থাকেন। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টায় বন্ধ করা নিয়ে যে মজা করেছিলেন সেটি স্বীকার করেছেন। যা বিরল ঘটনাই বলা যায়।
ট্রাম্প সর্বপ্রথম ২০২৩ সালের মে মাসে সিএনএন এর টাউন হলে ২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব বন্ধ করে দেবেন বলে দাবি করেছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, “রুশ-ইউক্রেনীয়রা মরছে। তারা মরছে। আমি চাই তাদের মৃত্যু বন্ধ হোক। এবং আমি এটি করব। আমি এটি করব ২৪ ঘণ্টায়।”

এছাড়া গত বছরের সেপ্টেম্বরে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে একটি বিতর্কে একই দাবি করে তিনি বলেছিলেন, “এই যুদ্ধের সমাধান করতে হবে। আমি এটির সমাধান করব প্রেসিডেন্ট হওয়ার আগেই। যদি আমি জিতি। আমি প্রেসিডেন্ট-নির্বাচিত হই, তাহলে আমি যা করব আমি একজনের সঙ্গে কথা বলব। আমি আরেকজনের সঙ্গে কথা বলব। আমি তাদের এক করব।”

এদিকে গত সপ্তাহে রাশিয়ার মস্কোতে যান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। মস্কোতে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। যদিও এখনো তারা কোনো যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করতে পারেনি।


এমআর

Share this news on: