কুষ্টিয়ার মিরপুরে তেঁতুল পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার আমলা সদরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমলা সদরপুর এলাকার সালাউদ্দিনের ছেলে জসিম (৩০) শনিবার (১৫ মার্চ) বিকালে তেঁতুল পেড়ে দেওয়ার কথা বলে কাঞ্চনের পুকুরপাড় তেঁতুলতলা থেকে তামাকক্ষেতের ভেতর ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে এসে তার মা-বাবাকে বিষয়টি অবগত করে। তখন স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করে পুলিশের হেফাজতে দিয়ে দেয়।
ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ‘শিশুটি বাড়ির পেছনে খেলা করছিল। এ সময় তাকে পাশের তামাকক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।’