ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ময়মনসিংহের নান্দাইলে প্রতিপক্ষের কিলঘুষিতে আব্দুল মোমেন (৬৫) নামে স্থানীয় এক অবসরপ্রাপ্ত দপ্তরি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোমেন একই গ্রামের মৃত মোখলেস আলীর ছেলে এবং নান্দাইল রোডস্থ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন।

নান্দাইল মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মোমেনের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই সবুজ ও আজিম মিয়ার বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে যাওয়ার রাস্তা নেওয়া নিয়ে বিরোধ চলছিল। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে প্রতিপক্ষের কিলঘুষিতে আব্দুল মোমেন নিহত হন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসএস/টিএ

Share this news on: