ঢাকার কয়েক এলাকায় আজ ভয়াবহ বায়ুদূষণ

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এ ১৮৮ স্কোর নিয়ে শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

বুধবার সকাল ৮টা ১১ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এই তথ্য জানা গেছে। ঢাকার বায়ুদূষণের মূল কারণ হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উচ্চমাত্রায় উপস্থিতি।

আজ সকালে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ২২ গুণ বেশি রয়েছে। এ সময় ৪২৯ একিউআই স্কোর নিয়ে মার্কিন দূতাবাস এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় এরপরেই রয়েছে গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, মাদানি সরণির বেজ এজওয়াটার, বেচারাম দেউড়ি, কল্যাণপুর, মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরদুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে পোল্যান্ডের রোক্লো, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাহারাইনের মানামা। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


এসএস/টিএ

Share this news on: