শবনম ফারিয়াকে কটাক্ষ, কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রতিষ্ঠান

অভিনেত্রী শবনম ফারিয়াকে সম্প্রতি বিদ্রুপ ভাষায় কটাক্ষ করেন সাজেদা ফাউন্ডেশনের এক কর্মকর্তা। সেই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়েন অভিনেত্রী। এবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ফাউন্ডেশন নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল বুধবার (১৯ মার্চ) সামাজিক মাধ্যমে ‘সাজেদা ফাউন্ডেশন’ এক পোস্টে জানিয়েছে অভিযুক্ত রাকিবুল হাসানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ওই পোস্টে লেখা হয়েছে, ‘সাজেদা ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়েছে স্বাস্থ্য, সুখ ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে। মানুষের মর্যাদা বজায় রাখাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা আশা করি আমাদের সকল কর্মী এই মূল্যবোধ ধারণ করবেন।

প্রতিষ্ঠানটির কর্মীর বিদ্রুপ মন্তব্য ও এমন আচারণের প্রতিবাদ জানিয়েছেন লেখা হয়েছে, ‘গত মঙ্গলবার ১৮ মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে রাকিবুল হাসানের মন্তব্যকে আমরা জোরালোভাবে নিন্দা জানাই। এ ধরনের আচরণ— অফিস সময়ের মধ্যে হোক বা বাইরে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
সবশেষ লিখেছেন, ‘আমাদের সেফগার্ডিং কমিটি ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং প্রতিষ্ঠানের নীতিমালার অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ওই লেখা শেয়ার দিয়ে অভিনেত্রী শবনম লিখেছেন, ‘কোনো নারীকে হয়রানি করার অধিকার কারও নেই, তা অনলাইনে হোক বা অফলাইনে। অসম্মানজনক আচরণ কখনোই সহ্য করা উচিত নয়, এবং সবাইকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দায়বদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ।’

অভিযোগের বিষয় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমি ‘সাজেদা ফাউন্ডেশন’কে ধন্যবাদ জানাই কারণ তারা অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে। এছাড়া নারীদের সম্মান ও মর্যাদা বজায় রাখার প্রতিশ্রুতির কথাও জানিয়েছে। তাদের এমন পদক্ষেপ একটি শক্তিশালী বার্তা দেয় যে এ ধরনের আচরণ করে কেউ রেহাই পাবেন না।’

সবশেষ তিনি সবাইকে সোচ্চার হওয়ার আহ্ববান জানিয়েছে লিখেছেন, ‘আসুন আমরা সবাই হয়রানির বিরুদ্ধে সোচ্চার হই এবং এমন একটি পরিবেশ গড়ে তুলি যেখানে একে অন্যের প্রতি উদর ও সম্মানবোধ থাকবে।’

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক আয়োজন, ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ Mar 21, 2025
img
নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন: নাহিদ ইসলাম Mar 21, 2025
img
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই : ড. ইউনূস Mar 21, 2025
img
ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, প্রাণহানির আশঙ্কা Mar 21, 2025
img
সাংবাদিকদের সম্মানজনক বেতন-ভাতা না দিলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব Mar 20, 2025
img
শহীদ পরিবারের নিরাপত্তা সম্পর্কে যা বললেন তাসনিম জারা Mar 20, 2025
img
ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, এক সৈন্য ও ৩০ মাওবাদী নিহত Mar 20, 2025
img
শারাকে বার্তা পাঠালেন পুতিন, সিরিয়াকে সার্বিক সহযোগিতার প্রস্তাব Mar 20, 2025
img
গাজার মতোই জ্বলছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা Mar 20, 2025
আমির খান ও তার স্বপ্নের প্রজেক্ট মহাভারত Mar 20, 2025