সাংবাদিকদের সম্মানজনক বেতন-ভাতা না দিলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, যেসব মালিক সাংবাদিকদের সম্মানজনক বেতনভাতা দেবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন ভাতা দেবে না সেসব গণমাধ্যম আর দরকার নেই। সেগুলো বন্ধ করে দিতে হবে।

আগামী শনিবার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘কিছু মালিক ও সম্পাদক নিজেদের জন্য নানা কিছু করলেও সাংবাদিকদের ন্যূনতম বেতনভাতাও দিতে চান না। এ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।’

কর্মজীবনের শুরুতে সাব এডিটর ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘সাব এডিটরদের সমস্যা তার অজানা নয়। আগে সাব এডিটররা যোগ্যতা অনুযায়ী বেতনভাতা পেলেও এখন মালিকপক্ষ তাদের প্রাপ্য সুবিধা ও বেতনভাতা দিতে চান না। রিপোর্টাররা বাইরে কাজ করেন বলে তারা কিছু প্রোটেকশন পান। কিন্তু সাব এডিটররা ডেস্কে নীরবে কাজ করে যান বলে মালিকপক্ষ তাদের ব্যাপারে উদাসীনতা দেখাচ্ছে। পাঁচ হাজার টাকায় সাব এডিটর নেয়া হচ্ছে। কিন্তু এ পরিস্থিতি আর চলবে না। সামনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আসছে। এতে অনেক কিছু শক্ত করে বলা হয়েছে। ফলে যেসব মালিক সাংবাদিকদের সম্মানজনক বেতনভাতা দেবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

সাংবাদিক ইউনিয়নকে সাংবাদিকদের পাশে দাঁড়াতে এবং তাদের জন্য উপযুক্ত বেতন-ভাতা আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি পোশাক কারখানার শ্রমিকরা নিজেদের দাবি আদায়ে যেভাবে একজোট হয়ে আন্দোলন করেন সাংবাদিকদেরও সেভাবে একজোট হওয়ার পরামর্শ দেন প্রেস সচিব।

ডিএসইসি সভাপতি মুক্তাদির অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাওহার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহীদুল ইসলাম, সাবেক সাংবাদিক নেতা ও দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ প্রমুখ।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে পপুলার লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান ও উত্তর দক্ষিণ পত্রিকার সম্পাদকসহ ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি-সম্পাদক ও কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
নিজাম হাজারীর বাড়ির মূল ফটকে অগ্নিসংযোগ Nov 17, 2025
img
বরিশালে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মীর প্রানহানি Nov 17, 2025
img
দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ Nov 17, 2025
img
কোথাও কোনো মিষ্টি নেই : আসিফ মাহমুদ Nov 17, 2025
img
ছোট পর্দায় ফিরছেন ভাস্বর Nov 17, 2025
img
ধানমন্ডি ৩২ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে Nov 17, 2025
img
ক্ষমতা যতই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয় : প্রধান উপদেষ্টা Nov 17, 2025
img
যুক্তরাষ্ট্রের পথে সৌদির ক্রাউন প্রিন্স Nov 17, 2025
img
২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে Nov 17, 2025
img
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা হাসান মাসুদ Nov 17, 2025
img
রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে: প্রধান উপদেষ্টা Nov 17, 2025
ধানমন্ডি ৩২ থেকে ছাত্র জনতাকে যেভাবে ছত্রভঙ্গ করেছে পুলিশ Nov 17, 2025
img
বেহেশতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন না : ফারুক Nov 17, 2025
শেখ হাসিনার রায়কে ঘিরে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান Nov 17, 2025
বিধবা হলে যে ৭ টি কাজ করা জরুরী | ইসলামিক টিপস Nov 17, 2025
img
সাবেক এমপি মতিউর রহমান আর নেই Nov 17, 2025
img
দুই উপায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব : তাজুল ইসলাম Nov 17, 2025
img
হাসিনার মৃত্যুদণ্ডের আদেশে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে: হেফাজতে ইসলাম Nov 17, 2025
img
বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক রাজি টুইঙ্কল, হুমা তার বিপরীত Nov 17, 2025
img
সাধারণ মানুষের হিরো হতে চেয়েছিলেন রঞ্জিত মল্লিক Nov 17, 2025