ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঢাকার আকাশ সকাল থেকেই মেঘলা। তাপপ্রবাহ কমে এসেছে। এদিকে বৃহস্পতিবার (২০ মার্চ) আগামী তিন দিন সারাদেশে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২০ মার্চ) আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, ঢাকা শহরে বজ্রসহ বৃষ্টি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর ১টা থেকে ২টার মধ্যে। সিলেট শহরে শিলাবৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে দুপুর ১টার পর থেকে ২টার মধ্যে। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী কুমিল্লা উত্তর জেলার উপরে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে দুপুর ১টার পর থেকে বিকেল ৪টার মধ্যে।

এদিন সারাদেশের পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় বৃহস্পতিবার (২০ মার্চ) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিন, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলাসমূহের ওপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (২১ মার্চ) রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার (২২ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই : ড. ইউনূস Mar 21, 2025
img
ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, প্রাণহানির আশঙ্কা Mar 21, 2025
img
সাংবাদিকদের সম্মানজনক বেতন-ভাতা না দিলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব Mar 20, 2025
img
শহীদ পরিবারের নিরাপত্তা সম্পর্কে যা বললেন তাসনিম জারা Mar 20, 2025
img
ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, এক সৈন্য ও ৩০ মাওবাদী নিহত Mar 20, 2025
img
শারাকে বার্তা পাঠালেন পুতিন, সিরিয়াকে সার্বিক সহযোগিতার প্রস্তাব Mar 20, 2025
img
গাজার মতোই জ্বলছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা Mar 20, 2025
আমির খান ও তার স্বপ্নের প্রজেক্ট মহাভারত Mar 20, 2025
বিসিসিআইয়ের বিশাল বোনাস, ভারতীয় ক্রিকেটারদের ব্যাংক ভরছে টাকায় Mar 20, 2025
যুক্তরাষ্ট্রের ট্যামি ব্রুস প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে যা জানাল Mar 20, 2025