তামান্না ভাটিয়া আনুষ্ঠানিকভাবে জগন শক্তির আসন্ন অ্যাকশন-ড্রামা ‘রেঞ্জার’-এ চুক্তিবদ্ধ হয়েছেন।
তিনি অজয় দেবগন ও সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই হাই-অকটেন এন্টারটেইনারে, যা লভ ফিল্মস প্রযোজিত।
‘রেঞ্জার’ সিনেমাটি হবে অ্যাকশন-ড্রামা। যেখানে প্রধান চরিত্রে থাকছেন অজয় দেবগন, তামান্না ভাটিয়া।
পরিচালনা করবেন জগন শক্তি। এবং খলনায়কের চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। ‘রেঞ্জার’ এর প্রযোজনা করবে লভ ফিল্মস (দে দে পেয়ার দে-এর প্রযোজক)
প্রস্তুত হয়ে যান এক দুর্দান্ত অ্যাকশন-অভিযানের জন্য।
আরএ/টিএ