নিরাপত্তা শঙ্কায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। তার শুভাকাঙ্ক্ষী কিছু শিক্ষক এই আয়োজনের উদ্যোগ নিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানানো হলে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। ক্লাবের সভাপতি অধ্যাপক মো. ফজলুর রহমান জানান, “স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু শিক্ষক প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ক্লাবের সাধারণ সম্পাদক গত রাতে আমাকে ফোন করে জানান, প্রোগ্রামটি করা সম্ভব নয়।”

তিনি বলেন, এ প্রোগ্রামটি আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেকে বলছে এটি নীল দলের প্রোগ্রাম। কিন্তু এখানে আমরা কোনও প্লাটফর্মের ব্যানার ব্যবহার করিনি। আরেফিন সিদ্দিকের সঙ্গে যারা দীর্ঘদিন ছিলাম, তাদের আবেগ এবং শ্রদ্ধার জায়গা থেকে এ উদ্যোগ নেওয়া।

ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, আমাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন এই প্রোগ্রাম হলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। এমনকি কোনো কোনো ছাত্রসংগঠন বা ছাত্ররা এতে বাঁধা দিতে পারে। পরে আমি এ বিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় যেহেতু নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না তাই এটি আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, গতকাল রাতে দুটি ছাত্র সংগঠন আমাকে ফোন দিয়ে এ প্রোগ্রাম নিয়ে তাদের উদ্বেগের কথা জানায়। শিক্ষার্থীদের মধ্য থেকেও এ প্রোগ্রাম কেন্দ্রিক কয়েকজন ক্ষোভ জানায়। পরে আমি এ বিষয়টি ক্লাবের সেক্রেটারিকে জানাই। এরপর রাত ১টার দিকে ক্লাব থেকে স্মরণসভা এবং দোয়া স্থগিত করার বার্তা পাই।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দিনাজপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে মা ও মেয়ের মৃত্যু Mar 28, 2025
img
খুলে দেওয়া হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার Mar 28, 2025
img
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেলের ঢল Mar 28, 2025
img
হৃত্বিককে বিয়ে- প্রশ্নই ওঠে না : কারিনা কাপুর Mar 28, 2025
img
শাকিবের জন্মদিনে ইধিকার ‘এক পৃথিবী শুভেচ্ছা’ Mar 28, 2025
img
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি Mar 28, 2025
img
সড়কে উল্টে গেলো বালুবাহী ট্রাক, পাঁচ কিলোমিটার যানজট Mar 28, 2025
img
ধানমন্ডিতে ডাকাতি, নর্থ সাউথের শিক্ষার্থীসহ আটক ৬ Mar 28, 2025
img
'যারা শেখ হাসিনাকে দেশছাড়া করতে পারে, তারা দেশেরও দায়িত্ব নিতে পারে' Mar 28, 2025
img
থাইল্যান্ডে ইউনূস-মোদী বৈঠক হচ্ছে না, জানাল ভারত Mar 28, 2025