রায়পুরায় আওয়ামী লীগ-বিএনপির টেঁটাযুদ্ধ, নিহত ২

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাম মিয়ার সমর্থক।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু মেম্বারের দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকাছাড়া ছিলেন। ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন তারা।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এমনকি দুপক্ষই মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকদের এলাকাছাড়া করেন বিএনপি নেতাকর্মীরা। সবশেষ শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চান। এতে বাধা দেন সামসু মেম্বার ও তার লোকজন। পরে দুপক্ষই টেঁটা, বল্লম, দা, ছুরি ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন ও ছুরিকাঘাতে আরও একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

রায়পুরা থানার ওসি আদিল মাহামুদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামসু মেম্বার ও সালাম মিয়া এবং তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় দুই জন নিহত হয়েছে বলে শুনেছি, তবে আমরা আমিন নামে একজনের লাশ পেয়েছি। অন্য জনের লাশ পাইনি বলে দুইজন নিহত হয়েছে বলে বলা যাচ্ছে না।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অফিশিয়ালি দুজন নিহতের খবর পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ শুরু করেছে।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নিজের লোককে বসাতে ব্যর্থ এরদোগান, ইস্তাম্বুলের নতুন অন্তর্বর্তী মেয়র হলেন নুরি আসলান Mar 28, 2025
img
বনানীতে বাস উল্টে ৪২ জন আহত Mar 28, 2025
যখন তখন বন্ধ করার সুযোগ থাকছে মাস্কের স্টারলিংকে Mar 28, 2025
img
রায়ের কপি পেলে ইশরাকের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে ইসি Mar 28, 2025
img
ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: ম্যাক্রোঁ Mar 28, 2025
আলোচিত প্র'তা'র'ক মিনহাজ সেনাবাহিনীর হাতে আ'ট'ক Mar 28, 2025
বিক্রি হয়ে গেছে ময়মনসিংহের উমানাথপুর গ্রাম Mar 28, 2025
ঈদযাত্রাকে ঘিরে মহাখালী বাস টার্মিনালে ৫০০ টাকার ভাড়া ৮০০ টাকা Mar 28, 2025
শেখ হাসিনা প্রসঙ্গে তুলসী গ্যাবার্ডের নামে ভু'য়া মন্তব্য প্রচার Mar 28, 2025
বিশ্বনেতাদের সুনজরে বাংলাদেশ, পরাশক্তির দেশগুলোর সাথে সম্পর্ক কোন দিকে যাচ্ছে? Mar 28, 2025