নেত্রকোনায় অপহরণের ১৩ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

নেত্রকোনার কেন্দুয়ায় অপহরণের ১৩ দিনের মাথায় কিশোরীকে ফিরে পেয়েছে পরিবার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোসলেম উদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরী বাড়িতে আসে। প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামের বাসিন্দা।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, গত ৭ মার্চ কেন্দুয়া সদর থেকে রোয়াইলবাড়ি-আমতলা ইউনিয়নে গ্রামের বাড়ি যাওয়ার পথে অপহরণের শিকার হয় ১১ বছর বয়সী এক কিশোরী। পরিবারের সদস্যরা সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজাখুঁজি করতে থাকেন। গত ১৮ মার্চ ওই কিশোরীর বড় বোনের মোবাইল ফোনে একটি কল আসে। অপরপ্রান্ত থেকে কিশোরীটির ওপর নির্যাতন হচ্ছে এমন তথ্য জানানো হয়। পরে ওই কিশোরীর বাবা বিষয়টি পুলিশকে জানান এবং থানায় অপহরণের মামলা দায়ের করেন।

পুলিশ ওই ফোনকলের সূত্র ধরে গত বুধবার উপজেলার গন্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীকে ছেড়ে দিলে গুরুতর অসুস্থ অবস্থায় একা বাড়িতে যায়। ফেরার পরপরই চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে পুলিশ পাহারায় নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়।

ওসি মিজানুর রহমান আরও জানান, মেয়েটি খুবই অসুস্থ। এ অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। ডাক্তারি রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেলে মামলায় বিষয়টি যুক্ত করা হবে বলে জানান তিনি। গ্রেফতার মোসলেম উদ্দিনকে বিকেলে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেপ্রধান উপদেষ্টা Mar 28, 2025
img
ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস চালু করছে অস্ট্রেলিয়া Mar 28, 2025
img
বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত নুরি আসলান Mar 28, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বিরুদ্ধে উয়েফার তদন্ত Mar 27, 2025
img
বিদেশে বিনিয়োগের সুযোগ পেল দেশের স্টার্টআপ কোম্পানি Mar 27, 2025
img
‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’ Mar 27, 2025
img
৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার Mar 27, 2025
img
ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ Mar 27, 2025
দাবি একটাই আমি ডাইরেক্ট এমপি পদ চাই বললেন হিরো আলম Mar 27, 2025
কবে স্বাধীনতা জাদুঘর চালু হতে পারে? Mar 27, 2025