ইউপি সদস্যের বাড়ি থেকে ১২৮ বস্তা চাল জব্দ

যৌথ বাহিনীর অভিযানে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বাড়ি থেকে ভিজিএফের ১২৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ইউনিয়নের থানেশ্বর থেকে এসব চাল জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গরিব ও দুস্থ মানুষের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে ১০ কেজি চাল বিতরণ করার জন্য দেওয়া হয়। তবে এই চাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রোকন উদ্দিনের বাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা তার বাড়ির টিনের ঘর থেকে ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধার করেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ইউপি সদস্য পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া ও ইউপি সদস্য রোকন উদ্দিন নিজের লোকজন দিয়ে একাধিকবার চাল উত্তোলন করে অবৈধভাবে মজুত করে রাখেন।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য রোকন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এই অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া বলেন, জনগণ নিজের ইচ্ছায় চাল বিক্রি করেছেন, যা একজন ব্যবসায়ী কিনেছেন। হয়তো ইউপি সদস্য সাধারণ মানুষদের কাছ থেকে চাল কিনে নিয়েছেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক বলেন, ‘বিষয়টা সম্পর্কে আমরা জেনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস চালু করছে অস্ট্রেলিয়া Mar 28, 2025
img
বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত নুরি আসলান Mar 28, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বিরুদ্ধে উয়েফার তদন্ত Mar 27, 2025
img
বিদেশে বিনিয়োগের সুযোগ পেল দেশের স্টার্টআপ কোম্পানি Mar 27, 2025
img
‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’ Mar 27, 2025
img
৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার Mar 27, 2025
img
ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ Mar 27, 2025
দাবি একটাই আমি ডাইরেক্ট এমপি পদ চাই বললেন হিরো আলম Mar 27, 2025
কবে স্বাধীনতা জাদুঘর চালু হতে পারে? Mar 27, 2025
পোশাক ও টেক্সটাইল কারখানার অনেকগুলোই বাকি রেখেছে বেতন-বোনাস Mar 27, 2025