বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় এক পথচারী ও এক নছিমন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২১ জন। শুক্রবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে একটি ট্রাক ধুনট উপজেলা থেকে শেরপুরের দিকে আসছিল।
এসময় শেরপুরের রণবীরবালা বশীর পগলা মাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা হানিফ উদ্দিনকে (৩৫) চাপা দেয় ট্রাকটি। এরপর বিপরীত থেকে আসা একটি নছিমনও ট্রাকের নিচে চাপা পড়ে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই পথচারী হানিফ ও নছিমনের যাত্রী হারুন অর রশিদ (৫২) মারা যান।
দুর্ঘটনায় আহত ২১ যাত্রীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক চিকিৎসা শেষে ১৩ যাত্রী বাড়ি ফিরে গেলেও আটজন এখনও চিকিৎসাধীন। আহতদের মধ্যে সবাই দিনমজুর, তারা একটি বাড়ি নির্মাণের কাজে যাচ্ছিলেন।
শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, 'ট্রাকের চালক পালিয়ে গেছে, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এফপি/টিএ